ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় দিন শেষে দেখে নিন ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সর্বশেষ আপডেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৭ ১১:৫৪:০৮
দ্বিতীয় দিন শেষে দেখে নিন ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সর্বশেষ আপডেট

শুরুতে ২ উইকেটে ১৩৯ রান নিয়ে খেলা শুরু করেছিল পাকিস্তান। কিন্তু সূচনাতেই তারা হারিয়ে বসে আগের দিন আলো ছড়ানো বাবর আজমের উইকেট। ৬৯ রানের সঙ্গে আর কোনও রান যোগ করতে পারেননি। অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হয়েছেন। এরপর দ্রুত আরও দুই উইকেটের পতন হলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। তবে অপর প্রান্ত আগলে দলকে উদ্ধার করেছেন ওপেনার শান মাসুদ। তার দৃঢ়তাতেই পাকিস্তান সমৃদ্ধ স্কোরবোর্ড পেয়েছে। শান মাসুদকে সঙ্গ দিয়েছেন শাদাব খান। তিনি ৪৫ রানে ফিরলে ভেঙেছে ১০৫ রানের জুটি। পরে যোগ্য সঙ্গী না পেলেও খানিক্ষণ লড়াই চালিয়ে যেতে থাকেন মাসুদ। কিন্তু ব্রডের বলেই বিদায় নিতে হয়েছে ব্যক্তিগত ১৫৬ রান করে। তার বিদায়ের পর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের ইনিংস। ৩২৬ রানেই শেষ হয়েছে। ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আর্চার ও ব্রড। দুটি নিয়েছেন ক্রিস ওকস।

জবাবে খেলতে নামা ইংল্যান্ড শুরু থেকেই পাকিস্তানের গতিতে কেঁপে ওঠে। প্রথম ওভারে ইংল্যান্ডকে কাঁপিয়ে দেন শাহীন আফ্রিদি। এলবিডাব্লিউতে ফেরান রোরি বার্নসকে। মোহাম্মদ আব্বাস একই ভঙ্গিমায় ফেরান ডম সিবলিকে। ইংল্যান্ডকে একেবারে বিপর্যয়ে ফেলে দিয়েছিলেন আব্বাস-ই। ইংলিশদের নির্ভরতার প্রতীক অলরাউন্ডার বেন স্টোকসকে শূন্য রানে বোল্ড করেছেন ষষ্ঠ ওভারে। তখন স্বাগতিকদের স্কোর ছিল ১২ রানে ৩ উইকেট! শুরুর এই ধাক্কা কিছুটা হলেও কাটাতে চেষ্টা করেন অধিনায়ক জো রুট ও ওলি পোপ। এই জুটি ৫০ রান যোগ করলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক রুট। ইয়াসিরের লেগস্পিনে ১৪ রানে ফিরেছেন। তবে অলি পোপ এখনও ক্রিজে আছেন ৪৬ রানে, অপর প্রান্তে আছেন জস বাটলার (১৫)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ