ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৮ অক্টোবর প্রথম ম্যাচ, বাংলাদেশের মাঠে দর্শক থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৭ ১১:৩০:০৬
৮ অক্টোবর প্রথম ম্যাচ, বাংলাদেশের মাঠে দর্শক থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

আগামী ৮ অক্টোবর কাতার ফুটবল বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা আয়োজনের জন্য একটি গাইডলাইন দিয়েছে এএফসি। যদিও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি হোম ম্যাচ সীমিত দর্শক নিয়ে আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি এ প্রসঙ্গে বলেন, ‘ম্যাচের দিন স্টেডিয়াম জীবাণুমুক্ত করে সীমিতসংখ্যক দর্শককে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের অনুমতি দেয়ার চিন্তাভাবনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’ কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। সবার স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই দর্শকবিহীন গ্যালারিতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল ফিফা ও এএফসি। কিন্তু গত ৩১ জুলাই এএফসি সদস্য দেশগুলোর কাছে ৭০ পৃষ্ঠার একটি গাইডলাইন পাঠিয়েছে।

সেখানে ম্যাচ আয়োজনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। গ্যালারিভর্তি দর্শক নিয়ে স্বাভাবিক পরিবেশ, সীমিত দর্শক কিংবা দর্শকবিহীন ম্যাচ- এই তিনটির যেকোনো একটি বেছে নিয়ে ম্যাচ আয়োজন করতে পারবে স্বাগতিক দেশগুলো।

এজন্য স্বাস্থ্য সুরক্ষার কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে আয়োজকদের। এএফসির গাইডলাইন পাওয়ার পর সীমিতসংখ্যক দর্শক নিয়েই ম্যাচ আয়োজনের কথা ভাবছে বাফুফে। আগামী ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের বিশ্বকাপ বাছাইয়ের খেলা শুরু হবে জামাল ভূঁইয়াদের।

বাংলাদেশ-ভারত ও ওমানের সঙ্গে সিলেটে খেলা হবে। কাতারের দোহায় একটি ম্যাচ। সিলেট ভেন্যুতে স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের জন্য নতুন আসন বসানো হচ্ছে। জাবের বিন তাহের আনসারি বলেন, ‘যেহেতু আমাদের মাঠে খেলা, তাই চাইব স্টেডিয়ামে যেন দর্শক থাকে। করোনার এই পরিস্থিতিতে মাঠে দর্শক ফেরাতে হলে অনেক চিন্তাভাবনা করতে হবে। অন্তত সীমিতসংখ্যক দর্শক নিয়ে খেলা আয়োজন করতে চাই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ