ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

স্থগিত হওয়া সিরিজ গুলো ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৬ ২১:০৭:৩৫
স্থগিত হওয়া সিরিজ গুলো ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অনুশীলনের নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেটার দিয়ে কয়েকটি গ্রুপে ভাগ করে এই অনুশীলনের ব্যবস্থা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে শুধু শ্রীলঙ্কা সিরিজ নয় স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের বাকি কয়েকটি সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে বাংলাদেশের পাকিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজ। স্থগিত প্রয়োজন এই সব সিরিজ আয়োজনের ব্যাপারে বাকি দেশের ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কয়েকটা দেশের সঙ্গে যোগাযোগ করছি। আমরা সেসব দেশে খেলার চেষ্টা করছি, যেখানে করোনাভাইরাস পরিস্থিতি অন্য জায়গার চেয়ে ভালো। তবে কোনটিই নিশ্চিত নয়, এখন আমরা শুধু এগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি।’

এদিকে তিন ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এছাড়াও গুঞ্জন উঠেছে নভেম্বরে আরেকটি সিরিজের ব্যাপারে কথাবার্তা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু তাই নয় ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ