আইপিএলের সর্বনাশ করতে শুধু একজন করোনা আক্রান্ত হওয়াই যথেষ্ঠ

এইপিএল নিয়ে মাথা চাড়া দিয়ে ওঠে। দেশের মাটিতে করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই৷
এবারের আইপিএল হবে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত৷ ম্যাচগুলো হবে দুবাই, আবুধাবি ও শারজা এ তিনটি স্থানে৷ দীর্ঘ ৫৩ দিন ধরে তিনটি ভেন্যুতে হবে আইপিএলের ৬১টি ম্যাচ। সম্পর্কিত খবর অবশেষে আইপিএল থেকে সরে যাচ্ছে ভিভোঅস্ট্রেলিয়া-উইন্ডিজ সিরিজ স্থগিতের কারণ আইপিএল!আইপিএল আয়োজনে অনুমতি দিয়েছে ভারত সরকার
কিন্তু করোনার বিস্তার যত কমই থাকুক, যেহেতু বিভিন্ন দেশ থেকে ক্রিকেটাররা এসে অংশ নেবেন আইপিএলে; তাই কোনও ভাবেই নির্ভার হওয়ার সুযোগ নেই আয়োজকদের।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে অন্যতম কিংস এলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াড়িয়ার মতে, আইপিএলের সর্বনাশ করতে শুধু একজন করোনা আক্রান্ত হওয়াই যথেষ্ঠ হবে।
বার্তাসংস্থা পিটিআইকে তিনি বলেন, আশপাশে অনেক কথাই শোনা যাচ্ছে। আমি মনে করি এগুলো হাস্যকর। মূল বিষয় হলো, আমরা দল মালিকরা জানি যে আইপিএল হচ্ছে। খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। একজনও করোনা আক্রান্ত হলে আইপিএলের সর্বনাশ হয়ে যাবে।
এদিকে গত জুনে লাদাখ সীমান্তে ভারতীয় ও চীনা সৈন্যদের সংঘর্ষের কারণে আইপিএলের মূল স্পন্সর ভিভো সরে দাঁড়িয়েছে এবার। তারা আবার ২০২২ সালে আসবে আইপিএলের স্পন্সর হয়ে। ফলে এখন স্পন্সরশূন্য অবস্থায় আছে আইপিএল। পাঞ্জাবের মালিক এতে অবশ্য মোটেও চিন্তিত নন।
তার ভাষ্য, আমি জানি না টাইটেল স্পন্সরশিপের ব্যাপারে কী করেছে বিসিসিআই। সব দল মালিকদের মধ্যে দারুণ সভা হয়েছে এবং সবাই মিলে সফল আইপিএল আয়োজনের ব্যাপারে ঐক্যবদ্ধ। আমাদের এক্ষেত্রে বিসিসিআইয়ের সমর্থন প্রয়োজন এবং শিগগিরই আবার সভা করা হবে।
এবারের আইপিএল ইতিহাসের সেরা হবে ভবিষ্যদ্বাণী করে ওয়াড়িয়া আরও বলেন, সব স্পন্সররাই চেষ্টা করবে নিজেদের নাম জুড়ে দিতে। আমি নিজের নাম বদলে রাখব যদি এবারের আইপিএল সবচেয়ে বেশি দেখা আসর না হয়। আমার কথা লিখে রাখুন, এবারের আইপিএল হবে ইতিহাসের সেরা। স্পন্সররা এর অংশ না হলে বোকামিই করবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ