ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দারুন চমক দিয়ে আইসিসির নতুন ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৬ ১৩:২১:২৯
দারুন চমক দিয়ে আইসিসির নতুন ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ

বুধবার প্রকাশিত সর্বশেষ ব়্যাংকিং তালিকায় ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ বোলারদের মধ্যে ২ নম্বরে রয়েছেন। ৮৭১ পয়েন্ট নিয়ে numero uno status অর্জন করেছেন কোহলি৷ সাত মাস মাঠের বাইরে থাকা রোহিত ৮৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন৷ তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম৷ তাঁর পয়েন্ট ৮২৯৷

তবে ব্যাটিং তালিকায় পরিবর্তন ঘটিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবর্নি৷ মঙ্গলবার সাউদাম্পটনে ইংল্যান্ডের সিরিজের শেষ ম্যাচে ১১৩ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি আইসিসি ওয়ান ডে ব়্যাংকিংয়ে চার ধাপ উন্নতি করে ৪২তম স্থানে পৌঁছেন। এছাড়া এই ম্যাচে আরও এক সেঞ্চুরিকারী আইরিশ ব্যাটসম্যান পল স্টার্লিং ১৪২ রানের ইনিংস খেলে ২৬ নম্বরে উঠে এসেছেন৷

আর ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান যিনি চূড়ান্ত ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করে ২২ তম স্থানে রয়েছেন৷ দ্বিতীয় ম্যাচে ৮২ রানের ইনিংস খেলা জনি বেয়ারস্টো ১৩ তম স্থানে উঠে এসেছেন। স্যাম বিলিংস ১৩২ রান সংগ্রহ করে ১৪৬ তম স্থানে পুনরায় র‌্যাংকিংয়ে প্রবেশ করেছেন।

বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডে ট্রেন্ট বোল্ড৷ ৭১৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার বুমরাহ৷ বোলিং চার্টে আয়ারল্যান্ডের ফাস্ট বোলার ক্রেইগ ইয়ংয়ের ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ছয় উইকেট নিয়ে ৪০ ধাপ এগিয়ে কেরিয়ারের সেরা ৮৯তম স্থানে উঠে এসেছেন৷ আর মার্ক অ্যাডায়ার ছ’ ধাপ উপরে উঠে ১৩৮তম স্থানে রয়েছেন৷ জোশুয়া লিটল ৩৮ ধাপ এগিয়ে ১৪৬ নম্বরে রয়েছেন৷

ইংল্যান্ডের বোলারদের মধ্যে লেগ-স্পিনার আদিল রশিদ সিরিজের পাঁচটি উইকেট নিয়ে ২৯তম থেকে ২৫তম স্থানে উঠে এসেছেন৷ আর বাঁ-হাতি পেসার ডেভিড উইলির আট উইকেট, যার মধ্যে উদ্বোধনী ম্যাচে ৩০ রানের বিনিময়ে পাঁচ উইকেট ছিল৷ সিরিজ পুরষ্কারের পাশাপাশি তিনি ছয় ধাপ এগিয়ে ৫১তম স্থানে পৌঁছেছেন।

ইংল্যান্ডের সিরিজ জয় আইসিসির পুরুষদের বিশ্বকাপ সুপার লিগে তাদের ২০ পয়েন্ট দিয়েছে৷ ২০২০ সালে ভারতে পরবর্তী বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য সুপার লিগ খেলছে৷ সিরিজ হারলেও আয়ারল্যান্ডের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্টে। বিশ্বকাপের জন্য ভারত ও সুপার লিগ থেকে সরাসরি জায়গা করে নেবে সাতটি দল৷ আর বাকি দু!টি দল কোয়ালিফায়ারের মাধ্যমে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ