ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেঞ্চুরির রেকর্ডের তালিকা প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৬ ১২:৪৭:৪৬
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেঞ্চুরির রেকর্ডের তালিকা প্রকাশ

একই সঙ্গে নজর রাখা হচ্ছে সিপিএলের সামগ্রিক পরিসংখ্যানে। তারই অংশ হিসেবে দেখে নেওয়া যাক সিপিএলে প্রথম শতরান করা ব্যাটসম্যান থেকে মোট তিন অঙ্কের পরিসংখ্যান। সবার প্রথমে শতরান-ঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল ২০১৩ থেকে শুরু হলেও প্রথম বছর কোনও ক্রিকেটারের ব্যাট থেকে শতরান আসেনি।

এর জন্য় এক বছর অপেক্ষা করতে হয়েছিল ক্রিকেট প্রেমীদের। ২০১৪ সালে কিংবদন্তি ক্রিস গেইলের ব্যাট থেকে টুর্নামেন্টের প্রথম শতরান এসেছিল। ৬৩ বলে ১১১ রানের অপরাজত ইনিংস খেলেছিলেন গেইল। পাঁচটি চার ও ১০টি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি শতরান ক্রিস গেইলকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ডন হিসেবে বিবেচনা করা হয়।

টুর্নামেন্টে সর্বাধিক রান-ঃ সংগ্রাহকের ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি শতরান (৪টি) হাঁকানোরও নজির। তাঁর সর্বোচ্চ স্কোর ১১৬। একই আসনে আসীন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অল-রাউন্ডার ডোয়েন স্মিথ (৪টি শতরান)। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১১০।

তালিকার দ্বিতীয় স্থানে রাসেল-ঃ কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী অল-রাউন্ডার আন্দ্রে রাসেল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ফুল ফোটাচ্ছেন। টুর্নামেন্টে দুটি শতরান রয়েছে তাঁর। রাসেলর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২১।

একটি করে শতরান যাদের-ঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একটি করে শতরান করেছেন মার্নল স্যামুয়েলস (অপরাজিত ১০৬), কলিন মুনরো (অপরাজিত ১০০), কাইরন পোলার্ড (১০৪), শিমরোন হেটমের (১০০), গ্লেন ফিলিপস (১০৩) ও ব্রেডন কিং (অপরাজিত ১৩২)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ