ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ক্রিকেটারদের মাঠে ফেরা নিয়ে মুখ খুললেন বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৬ ১১:৪৩:১৮
বাংলাদেশ ক্রিকেটারদের মাঠে ফেরা নিয়ে মুখ খুললেন বিসিবি

এদিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। যেসব দেশে করোনার প্রভাব কম সেসব দেশে খেলার কথা ভাবছে। বুধবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করছি। যেসব দেশে খেলা নিরাপদ সেখানে আমরা খেলতে চাই। কথাবার্তা চলছে। করোনার প্রকোপ সেসব দেশে কম হলে আমরা খেলতে যেতে পারি কি না এ নিয়ে আলোচনা চলছে।’

জালাল ইউনুস বলেন, ‘খেলা অনেক মিস করি। কয়েকদিন আগে স্টেডিয়াম নিয়ে সভা হয়েছে। সেদিন এসেছিলাম চার মাস পর। সবুজ মাঠ দেখে খুবই ভালো লাগছিল। মাঠ মানেই খেলা।’ তিনি বলেন, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চিন্তা মাথায় আছে। পরিকল্পনা করছি। সামাজিক দূরত্ব মেনে অনুশীলনের সুযোগ দেয়া হয়েছে। এটা একটা পর্ব। সবার আগে খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রাখতে হবে।’

বিসিবি এখনও শ্রীলংকা সফর নিয়ে আশাবাদী। নিউজিল্যান্ডেও এ বছর একটি টি ২০ সিরিজ খেলার আশা ছাড়েনি বোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে এখনই চিন্তা করছে না বিসিবি। সেপ্টেম্বরে পরিস্থিতি বিবেচনা করে বিপিএল নিয়ে আলোচনা করা হবে।

বিসিবির শেখ কামাল স্মরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার মিরপুর একাডেমি ভবনে পবিত্র কোরআন শরিফ তেলাওয়াত, বিশেষ মোনাজাত এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করে বিসিবি। বিশেষ এই কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

দেশের ক্রীড়াঙ্গনে শেখ কামালের অবদান তুলে ধরে বিসিবি সভাপতি বলেন, ‘দেশে এবং বিদেশে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যত সফলতা এসেছে, তার সূচনা হয়েছিল কামাল ভাইয়ের মাধ্যমে। এ নিয়ে কারও কোনো সন্দেহ নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, সেখানে কামাল ভাইকেও হত্যা করা হয়। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, গ্রাউন্ডস কমিটির সিনিয়র ম্যানেজার সৈয়দ আবদুল বাতেনসহ বিসিবির কর্মকর্তারা। ১

৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনিও। দেশের শীর্ষ ক্লাব আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ