ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

করোনা ভাইরাসঃ আক্রান্ত জাতীয় দলের ফুটবলার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৫ ১৭:০৩:২৫
করোনা ভাইরাসঃ আক্রান্ত জাতীয় দলের ফুটবলার

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ফুটবলারদের ক্যাম্প। প্রথম ধাপে ১২ জনের যোগ দেয়ার কথা ছিল। তাদের মধ্যে ছিলেন বিশ্বনাথও। ক্যাম্পে আসার আগে নিজস্ব ব্যবস্থাপনায় করোনা টেস্ট করান প্রত্যেকে। ৩রা আগস্ট করানো সেই পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ এসেছে বিশ্বনাথের। তিনি বলেন, ‘গতকাল রিপোর্ট এসেছে আমি করোনা আক্রান্ত হয়েছি। তাই আজ থেকে শুরু হওয়া ক্যাম্পে যোগ দেইনি।'

গাজীপুরের সারাহ রিসোর্টে স্বাস্থ্যবিধি মেনে মোট তিন ধাপে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা। প্রাথমিকভাবে ৩৬ জনকে ডাকা হলেও ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল ৩১ জনকে নিয়ে। বিশ্বনাথ করোনায় আক্রান্ত হওয়ায় সংখ্যাটা ৩০-এ নেমে এল।

আগামীকাল দ্বিতীয়ধাপে ১২ জন এবং শুক্রবার তৃতীয়ধাপে ৭ ফুটবলার যোগ দেবেন গাজীপুরের ক্যাম্পে। তারা প্রত্যেকেই নিজ উদ্যোগে টেস্ট করিয়েছেন। আজ সন্ধ্যা নাগাদ তাদের রিপোর্ট পাওয়া যাবে। এরপর আবার তাদের করোনা টেস্ট করাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই টেস্টের ফল যাদের নেগেটিভ আসবে তারাই যোগ দিতে পারবেন ক্যাম্পে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ