ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৫ ১৬:৩৫:১৮
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি চেয়ে সরে দাঁড়ান ওয়াহাব। পরীক্ষিত ও অভিজ্ঞ এই পেসারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছিলেন অনেকেই। বোর্ডের চুক্তি থেকেও ওয়াহাব বাদ পড়েন। তবে ইংল্যান্ড সফরের আগে ঘোষণা দেন, এবার টেস্ট খেলতে প্রস্তুত তিনি।

দলের অন্যতম সেরা তারকাকে তাই অনেকেই দেখতে পাচ্ছিলেন টেস্ট একাদশে। অথচ ওয়াহাবকে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলেই রাখা হয়নি। এছাড়া ২০ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফ, উসমান শিনওয়ারি ও ইমরান খান।

১৬ সদস্যের দলে রয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ২০০৯ সালের পর টেস্ট খেলার সম্ভাবনা জাগিয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন ফাওয়াদ আলম।

স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তান একে অপরের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে। বুধবার (৫ আগস্ট) থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে আলোচিত টেস্ট সিরিজটি, যা দিয়ে করোনা পরবর্তী ক্রিকেট শুরু করবে পাকিস্তান। সিরিজের বাকি ম্যাচ দুটির ভেন্যু সাউদাম্পটন। টেস্ট সিরিজের পর মাঠে গড়াবে সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে।

পাকিস্তান স্কোয়াড : আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ