ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিপিএলের পারিশ্রমিক পরিষদ নিয়ে আবারও নতুন ঝামেলা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৫ ১৪:০০:০৯
বিপিএলের পারিশ্রমিক পরিষদ নিয়ে আবারও নতুন ঝামেলা

ফিকার জরিপে উঠে এসেছে আরও পাঁচটি লিগ- গ্লোবাল টি ১০ কানাডা, আবুধাবি টি ১০, কাতার টি ১০, ইউরো টি ১০ স্ল্যাম ও মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ। ফিকার বার্ষিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ক্রিকেট বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলা এক-তৃতীয়াংশের বেশি ক্রিকেটারের পারিশ্রমিক পেতে দেরি হয় কিংবা একেবারেই টাকা দেয়া হয় না।

ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই অর্থের ঝনঝনানি। কিন্তু ক্রিকেটারদের একটা বড় অংশ অর্থের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ২০২০ সালের গ্লোবাল এমপ্লয়মেন্ট রিপোর্টে বলা হয়েছে, ৩৪ শতাংশ ক্রিকেটারকে ভোগান্তি পোহাতে হয় পারিশ্রমিক পেতে। বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক নিয়ে অনেক অভিযোগ উঠেছে।

সর্বশেষ কয়েক বছর পারিশ্রমিক কমিয়ে দিয়েছে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক মনে করেন, গত কয়েক বছর বিপিএলের পারিশ্রমিক নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না। তবে নিলামের বাইরে গিয়ে চুক্তি করলে কিছু সমস্যা হচ্ছে বলে মনে করেন তিনি।

ইসমাইল হায়দার বলেন, ‘কয়েক বছর ধরে বিপিএল নতুন করে সাজানো হয়েছে। নিলামে দল পাওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। এ বিষয়টি বোর্ডের দায়িত্বে চলে যায় তখন। বোর্ড টাকা দেয়। তবে যারা সরাসরি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করে তাদের ব্যাপার আলাদা। ক্রিকেটাররা অভিযোগ করলে আমরা সমাধান করি।’

এদিকে বিপিএলের পারিশ্রমিক নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। খেলোয়াড়দের এজেন্টের মাধ্যমে জানতে পেরেছি কিছু ফ্র্যাঞ্চাইজি ২০১৮-১৯ মৌসুমের টাকা পরিশোধ করেনি। আমরা খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে টাকার অঙ্কের ব্যাপারে তথ্য জানার চেষ্টা করছি। তা না হলে আইনি পদক্ষেপে যাব।’ ফিকার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ড বিশ্বকাপ থেকে পাওয়া প্রাইজমানির অর্থ ক্রিকেটারদের বুঝিয়ে দিতে গড়িমসি করেছে বিসিবি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির সিইও।

জানিয়েছেন, কিছুটা দেরিতে হলেও সবাইকে যথাযথভাবে প্রাইজমানির অর্থ বুঝিয়ে দেয়া হয়েছে। ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে আইসিসিকে তাগিদ দিয়েছে ফিকা। সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট বলেন, ‘পদ্ধতিগতভাবেই চুক্তিভঙ্গ এবং ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়ার মতো ব্যাপারগুলোতে জরুরিভিত্তিতে নজর দেয়া উচিত।’ অনেক বড় দেশই ফিকার জরিপে নেই। এজন্য এই জরিপ পুরোপুরি গ্রহণযোগ্য নয় বলে মনে করে ফিকা। জরিপে অংশ নেয়া ২৭৭ ক্রিকেটারের ৫৩ শতাংশই বলেছেন, এই লিগগুলোতে ভালো প্রস্তাব পেলে তারা নিজ বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করে ফ্রিল্যান্স ক্রিকেটার হয়ে যাওয়ার কথা ভাববেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ