ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ধোনির রেকর্ড ভেঙে দিলেন মরগ্যান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৫ ১৩:৩৪:১৪
ধোনির রেকর্ড ভেঙে দিলেন মরগ্যান

কি সে রেকর্ড? অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো। মঙ্গলবার অধিনায়ক হিসেবে ২১২তম ছক্কা হাঁকিয়েছেন মরগ্যান। ধোনির চেয়ে অর্ধেকেরও কম ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। অধিনায়ক হিসেবে তিন ফরমেট মিলিয়ে ২১১ ছক্কা হাঁকাতে ধোনির লেগেছিল ৩৩২ ম্যাচ, মরগ্যানের লাগলো ১৬৩টি।

তবে ক্যারিয়ারে তিন ফরমেট মিলিয়ে ছক্কার হিসেব করলে এখনও এগিয়ে আছেন ধোনি। ভারতের সাবেক অধিনায়কের নামের পাশে ৩৫৯ ছক্কা। অন্যদিকে মরগ্যান তিন ফরমেট মিলিয়ে ছক্কা হাঁকিয়েছেন ৩২৮টি।

অধিনায়ক হিসেবে ছক্কা হাঁকানোর তালিকায় তৃতীয় অবস্থানে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক দলকে নেতৃত্ব দেয়া ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ১৭১টি। ১৭০ ছক্কায় পরের অবস্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কা :২১২*-ইয়ন মরগ্যান২১১-মহেন্দ্র সিং ধোনি১৭১-রিকি পন্টিং১৭০-ব্রেন্ডন ম্যাককালাম

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ