ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে আহত বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৫ ১১:৪২:০৪
লেবাননে ভয়াবহ বিস্ফোরণে আহত বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য

বৈরুর বাংলাদেশ দূতাবাসের সচিব আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার রাতে জানান, ‘ভয়াবহ এই বিস্ফোরনে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ জন সেনা আহত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় বৈরুতে বিস্ফোরনের সময় নোঙ্গর করা ছিল।’

আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে পাঁচজন মোটামুটি আঘাত প্রাপ্ত। বাকি ১৩ জনকে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় জাহাজটি মাঝারিভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল বলে তিনি জানান। বিস্ফোরণের পরপরই বাংলাদেশ দূতাবাসের একটি দল বন্দরে ছুটে যায়।

উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতের বন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জন হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজার জনের আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার সারাদেশে জাতীয় শোক ঘোষণা করেছেন। খবর সিএনএন

এদিকে এই ঘটনার পরই দেশটিতে ২ সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষনা করেছে দেশটির সরকার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে