ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানালেন ইকার ক্যাসিয়াস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৫ ১০:৩২:১১
ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানালেন ইকার ক্যাসিয়াস

তার এই অবসর নিয়ে তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে ক্যাসিয়াস বললেন, আর কখনো পোস্টের নিচে দেখা যাবে না তাকে।

খেলোয়াড়ি জীবনে গোলরক্ষক হিসেবে ইকার ক্যাসিয়াসের সাফল্যের গল্পটা বেশ বিস্তর। রিয়াল মাদ্রিদের হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। নিজ দেশ স্পেনের হয়ে জিতেছেন দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি বিশ্বকাপও।

১৯৯০ সালে রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শুরু করেছিলেন ক্যাসিয়াস। ১৯৯৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫১০টি ম্যাচে রিয়ালের গোলপোস্ট সামলেছেন তিনি। ২০১৫ সালে চলে যান পর্তুগালের ক্লাব পোর্তোতে। সেখানেও ১১৬ ম্যাচ খেলেছেন। অবসরের আগ পর্যন্ত ওই ক্লাবেই ছিলেন। গত বছর পোর্তোর হয়ে অনুশীলনের সময় হার্ট অ্যাটাক হয়। যদিও মাস কয়েক পর ফিরেছিলেন। কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবলে আর মাঠে নামা হয়নি ক্যাসিয়াসের।

নিজ দেশ স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ জেতেন ক্যাসিয়াস। এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন ২০০৮ এবং ২০১২ সালে। এমন অনেক অর্জনকে সঙ্গী করেই গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন অবশেষে।

তবে অবসর ঘোষণার আগেই প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে নতুন চাকরির প্রস্তাব পেয়েছেন ক্যাসিয়াস। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরিন্তোনো পেরেজের উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ