ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আয়ারল্যান্ডের বিপক্ষে ইয়ন মরগানের ঝড়ো সেঞ্চুরি, দেখুন সর্বশেষ আপডেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৪ ২১:৪৭:১৭
আয়ারল্যান্ডের বিপক্ষে ইয়ন মরগানের ঝড়ো সেঞ্চুরি, দেখুন সর্বশেষ আপডেট

২০২৩ সালের বিশ্বকাপের টিকিটি নিশ্চিত হবে সুপার লিগের পারফরম্যান্সের ভিত্তিতে। মঙ্গলবার সাউদাম্পটনের রোজ বোলে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক ইংল্যান্ড।

দলের এমন কঠিন অবস্থায় তরুণ ব্যাটসম্যান টম বেন্টনকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৪৬ রানের জুটি। আর এই জুটিতেই দুর্দান্ত ব্যাটিং করে ৭৮তম বলে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মরগান।

তবে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। জস লিটলের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মরগান। তার আগে ৮৪ বলে ১৫টি চার ও ৪টি ছক্কায় ১০৪ রান করেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

মরগান আউট হওয়ার পর দ্রুত ফেরেন টম বেন্টন। এর আগে ৫১ বলে ৫৮ রান করেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ