শ্রীলঙ্কা সফরে টি-২০ নিয়ে বিসিবির নতুন চিন্তা

সেজন্য দুই বোর্ডের আলোচনাও অব্যাহত আছে। সেপ্টেম্বর-অক্টোবর কিংবা অক্টোবর-ডিসেম্বরে ওই সফরের চিন্তা করছে দুই বোর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ওই তিন টেস্টের সিরিজের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও রাখতে চায় বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান এমনই জানিয়েছেন।
তবে এখন পর্যন্ত কিছুই নিশ্চিত হয়নি। শ্রীলংকার বিপক্ষে তিন টেস্টের সিরিজটি জুলাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। করোনা সংকট এখনও না গেলেও শ্রীলংকা সফর করার জন্য উপযোগী। তবে বাংলাদেশ ক্রিকেট দল এখনও অনুশীলনে না ফেরায় ম্যাচ খেলার পর্যাপ্ত অনুশীলন নিয়ে থাকছে প্রশ্ন।
তারও একটা সমাধান খুঁজে বের করেছে বোর্ড। সেটা হলো বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল শ্রীলংকায় পাঠানো এবং তাদের সঙ্গে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলানো। এইচপি দল পাঠালে শ্রীলংকা সফরে গিয়ে ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে ম্যাচ খেলতে হবে না। তার আগেই নিজেদের মধ্যে অনুশীলন চালিয়ে নিতে পারবে।
প্রস্তুতি ম্যাচের জন্য লংকার কোন দলের বিপক্ষে খেলতে হলে বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইন শর্ত মানতে হবে। শ্রীলংকায় সফরের বিমানে ওঠার আগে এবং বিমান থেকে নামার পরে সব ক্রিকেটারকে দিতে হবে করোনা পরীক্ষা।
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘দুই বোর্ডের আলাপ চলছে। আশা করছি দ্রুতই সূচি ঠিক হয়ে যাবে। প্রথমে শুধু টেস্টের আলোচনা হলেও এখন টি-টোয়েন্টিরও চিন্তা করা হচ্ছে। সফরটি সেপ্টেম্বর-অক্টোবর কিংবা অক্টোবর-ডিসেম্বরে হতে পারে। এছাড়া ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের শর্তও শীতিল হতে পারে।’
তিনি জানান, ১৪ দিন কোয়ারেন্টাইনের শর্ত পূরণ না হলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা লংকান ক্রিকেটারদের সংস্পর্শে যেতে পারবেন না। তবে তাদের সকল অনুশীলনের সুযোগ-সুবিধা নিতে পারবেন। ম্যাচ খেলার ঘাটতি পূরণ করতে এইচপি দল পাঠিয়ে ১৪ দিনের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। সেজন্যই এইচপি দল পাঠানোর পরিকল্পনা মাথায় নিয়ে কাজ করছে বোর্ড।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ