ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

"এ যেন ২০ জনের দলে ২২ পেসার"

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ৩১ ১৮:০৩:০১
"এ যেন ২০ জনের দলে ২২ পেসার"

সাবেক এই ফাস্ট বোলার বলছেন, একাদশ বাছাই করতেই হিমশিম খেতে হবে টিম ম্যানেজমেন্টকে।

করোনাভাইরাস পরিস্থিতিতে যথেষ্ট বিকল্প প্রস্তুত রাখার জন্য ২৯ জনের দল নিয়ে ইংল্যান্ডে গেছে পাকিস্তান। সেখান থেকে টেস্ট সিরিজের জন্য বেছে নেয়া হয়েছে ২০ জনের স্কোয়াড। তাতে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, সোহেল খান ও উসমান খান শিনওয়ারি।

সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। শোয়েব বলেছেন, এত পেসার দলে রাখার কারণ ভাবতে গিয়ে কোনো কূলকিনারা পাচ্ছেন না তিনি, ‘তারা ২০ জনের স্কোয়াড ঘোষণা করেছে।

এই ২০ জনের মধ্যে পেসারই ২২ জনের মতো! দেখা যাক, কাদেরকে তারা একাদশে রাখেন। অধিনায়ক ও ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে, তারা কোন ভাবনায় এগোবেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ