ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শহিদ আফ্রিদি চোখে ক্রিকেট বিশ্বের সেরা অধিনায়কের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ৩১ ১৫:৫৭:২৯
শহিদ আফ্রিদি চোখে ক্রিকেট বিশ্বের সেরা অধিনায়কের নাম ঘোষণা

টানা দুই বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ছিলেন পন্টিং। টেস্টেও সমানভাবে সেরা তিনি। ওয়ানডেতে ২২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে রেকর্ড ১৬৪ ম্যাচ জিতিয়েছেন পন্টিং। আর ৭৭ টেস্টের মধ্যে জিতিয়েছেন ৪৮টিতে।

অন্যদিকে ভারতের ক্রিকেটে ধোনি যেন সফলতার চাবিকাঠি! তার হাত ধরেই আইসিসির সবগুলো ট্রফিই জিতেছে ভারত। তার নেতৃত্বে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে প্রথমবার যায় ভারত। সবমিলিয়ে ২০০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ভারতকে ১১০টিতে জয় এনে দেন ধোনি। ৬০ টেস্ট ম্যাচে দলকে জেতান ২৭টিতে।

পন্টিং সেরা নাকি ধোনি? টুইটারে ভক্তদের এমন প্রশ্নের উত্তরে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার লেখেন, 'পন্টিংয়ের চেয়ে ধোনি বেশি সফল। ধোনিকে আমি পন্টিংয়ের চেয়ে একটু এগিয়ে রাখি, কেননা সে তরুণদের নিয়ে নতুন একটি দল গড়ে তুলেছিল।'

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পুরো ক্রিকেট বিশ্বের চোখে পড়েন ধোনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ