ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাবা হলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ৩০ ১৯:৫৬:৫০
বাবা হলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার

গতকাল অর্থাৎ বুধবারই হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগেই অন্তঃসত্ত্বা স্ত্রী নাতাশার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন হার্দিক। আর তাতেই কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে, খুব শীঘ্রই সন্তানের জন্ম দিতে চলেছেন ভারতীয় ক্রিকেটের এই বেতাজ বাদশাহ।

বৃহস্পতিবার দুপুরে পুত্র সন্তানের ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে হার্দিক। আর সেই খুশির খবরটি শেয়ার করা মাত্রই কেএল রাহুল থেকে যুজবেন্দ্র চাহল, জাহির খানের স্ত্রী সাগরিকা সকলেই হার্দিক এবং তাঁর স্ত্রী নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ঘোষণা করেছিলেন খেলোয়াড়। অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে কয়েক মাস আগে এনগেজমেন্টও সেরেছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে অল-রাউন্ডার হার্দিক এ-ও জানিয়েছিলেন যে, এনগেজমেন্ট করার কথা তাঁর বাবা-মা জানতেন না। সে দিন তিনি বলেছিলেন, 'মা ও বাবা জানত না। এমনকী ক্রুণাল এনগেজমেন্টের দুদিন আগে জানতে পেরেছিল। আমি ওকে বলেছিলাম যে এনগেজড হতে চলেছি। বলেছিলাম আমার জীবনে অনেক কিছু আছে।'

সেই সাক্ষাৎকারে হার্দিক আরও বলেছিলেন, "জীবনে এমন একজনকে পাশে পেয়েছি যাঁকে আমি খুব ভালোবাসি এবং তাঁর কাছ থেকে অনেক কিছু শিখি। আমি দিন দিন একজন উন্নততর মানুষ হতে শিখছি। নিজের থেকে বাইরে বেরিয়ে ভাবতে শিখেছি। নিজেকে বাদে অন্য একজনকে জীবনে বেশি গুরুত্ব দিতে শিখেছি।"

চলতি বছর পয়লা জানুয়ারি নাতাশাকে নিয়ে ছবি শেয়ার করে এনগেজমেন্টের খবর ঘোষণা করেছিলেন হার্দিক। নাতাশা তাঁর আঙুলে এনগেজমেন্ট রিং দেখিয়ে ছবি পোস্ট করেছিলেন। হিন্দি ছবির গানের লাইন তুলে দিয়ে হার্দিক লিখেছেন, 'ম্যায় তেরা, তু মেরি জানে সারা হিন্দুস্তান'। টিম ইন্ডিয়ার সতীর্থরাও শুভেচ্ছা জানিয়েছিলেন হার্দিককে। তালিকায় ছিলেন বিরাট কোহলিও।

তার আগে থেকেই শোনা যাচ্ছিল হার্দিক পান্ডিয়া প্রেম করছেন। তাঁর মন নাকি মজেছে বলিউডের কোনও এক সুন্দরীর প্রেমে। ২০১৯ থেকে ২০২০-তে পা রাখার দিনই নিজের গোপন প্রেমের কথা জানিয়েছিলেন তিনি। বলিউডের জনপ্রিয় ডান্সার হিসেবেই পরিচিতি রয়েছে নাতাশা স্ট্যানকোভিচের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ