ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দীর্ঘদিন পর ২০১৯ বিশ্বকাপ জেতার মুল কারন জানালেন ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ৩০ ১৭:৫৬:৫১
দীর্ঘদিন পর ২০১৯ বিশ্বকাপ জেতার মুল কারন জানালেন ইংল্যান্ড

পছন্দ করেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান তো এবার বলেই ফেললেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপটা তারা জিতেছেন আইপিএলের কারণেই!

বিশ্বকাপের আগে দ্বিপক্ষীয় সিরিজ খেলার চেয়ে বরং আইপিএল খেলতে দেয়ার জন্যই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান অ্যান্ড্রু স্ট্রাউসকে চাপ দিয়েছিলেন মরগ্যান। উপকারিতাটাও তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন তখন। মরগ্যানের দাবি, সেটারই ফল মিলেছে ২০১৯ বিশ্বকাপে।

ক্রিকেট ওয়েবসাইট 'ক্রিকবাজ'-এ হর্ষে ভোগলের সঙ্গে আলাপচারিতায় মরগ্যান বলেন, ‘স্ট্রাউসের পরিকল্পনায় ছিল আইপিএলে খেলার বিষয়টি। তবে আমিই তাকে এজন্য চাপ দিয়েছিলাম। কারণ আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজ খেলে চ্যাম্পিয়নস ট্রফি বা বিশ্বকাপের চাপের সঙ্গে মানিয়ে নেয়া সম্ভব নয়।’

মরগ্যান যোগ করেন, ‘তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন পার্থক্যটা কী? এক নম্বর হলো, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেলতে হয় যেখানে অনেক প্রত্যাশা থাকে। যদি আপনি আইপিএল খেলেন, আলাদা চাপ আর প্রত্যাশার সামনে পড়তে হবে। কখনও কখনও সেটা থেকে বাঁচার উপায় থাকে না, তাই আপনাকে পথ খুঁজে বের করতেই হবে।’

আইপিএল দিয়ে নিজেদের খেলোয়াড়দের এই উন্নতিটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন মরগ্যান। তিনি বলেন, ‘সেখানে স্বস্তিতে থাকার অবস্থা থাকে না। আইপিএল খেলাটা আসলেই খুব উপকারী। আমাদের মানসিকতায় এটা বড় পরিবর্তন এনেছে। আমার মনে হয়, ভারতীয় ক্রিকেট আমাদের জন্য ভালোই করছে। কারণ আমরা এটাকে খেলোয়াড় গড়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ