ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

ঈদের দিন আবহাওয়া নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদফতর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ৩০ ১১:৫৯:৫৯
ঈদের দিন আবহাওয়া নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদফতর

ঈদের দিন রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৩০ জুলাই) এবং শুক্রবার (৩১ জুলাই) বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস বলেছে, ঈদের দিন সারাদেশে ভারী বর্ষণের আশঙ্কা কম। তবে ওই দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

এখন এমনিতেই বর্ষাকাল চলছে। ২৭ জুন থেকে বন্যা শুরু হয়েছে। দেশের ৩১টি জেলা বন্যা আক্রান্ত। একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। অবশ্য ২৭ জুলাই থেকে মৌসুমি বায়ু যতটা সক্রিয়, আগামী শনিবার ঈদের দিন মৌসুমি বায়ু ততটা সক্রিয় থাকার আশঙ্কা কম। সে কারণে বৃষ্টি হলেও পরিমাণে কম হবে।

আবহাওয়া অফিস আরও জানায়, উত্তরের রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাটসহ ওই অঞ্চলে ঈদের দিন বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের আওতায় নেত্রকোনা, শেরপুর, জামালপুর অঞ্চলেও তুলনামূলক বৃষ্টি বেশি হতে পারে। অন্যদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ অঞ্চলে ঈদের দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এর বাইরে অন্য বিভাগগুলোতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে পরিমাণে কম। রোদও থাকতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে