সৌদিতে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে সেবা, সরকারের নতুন সিদ্ধান্ত

সোমবার দূতাবাসে রাষ্ট্রদূত গোলাম মসীহর বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বলেন।
মঙ্গলবার দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাষ্ট্রদূত গোলাম মসীহ সৌদি আরবে পাঁচ বছর পাঁচ মাস দায়িত্ব পালন শেষে আগামী মাসে দেশে ফিরবেন।
রাষ্ট্রদূত জানান, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সৌদি আরবের বড় শহরগুলোতে প্রবাসী সেবাকেন্দ্র চালু করা হয়েছে।
“সৌদি আরবের দাম্মাম, রিয়াদ, জেদ্দা, মদিনাসহ অন্যান্য শহরে প্রবাসী সেবাকেন্দ্রগুলো রাতদিন প্রবাসীদের সেবা প্রদান করে যাচ্ছে। যাতে দূরদূরান্ত থেকে প্রবাসীদের আর দূতাবাসে বা কনস্যুলেটে আসার প্রয়োজন হচ্ছে না।”
“এতে তাদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। তিনি দূতাবাসের সকলকে ভালো আচরণের মাধ্যমে সহজে ও দ্রুত প্রবাসীদের সকল সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।”
রাষ্ট্রদূত গোলাম মসীহ উল্লেখ করেন বিগত পাঁচ বছরে সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময়ে সৌদি বাদশাহর আমন্ত্রণে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পাঁচবার সৌদি আরব সফর করেছেন। যা দু’দেশের সম্পর্ককে বেগবান করেছে।
তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশের বিপুল শ্রম বাজারের পাশাপাশি বর্তমানে বাংলাদেশের সাথে সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সফরের মাধ্যমে প্রায় ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের সাথে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে সম্পর্ক জোরদার হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, গত ২০১৮ সালে সৌদি আরবের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে বাংলাদেশ দূতাবাসের ভবন তৈরির মাধ্যমে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। এছাড়া জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের জন্য জমি ক্রয় করা হয়েছে। রিয়াদে রাষ্ট্রদূতের বাসভবন তৈরির কাজ ও অচিরেই শুরু করা হবে বলে তিনি জানান।
রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, দীর্ঘ চেষ্টার মাধ্যমে বাংলাদেশি হাজিদের দুর্ভোগ লাঘবের জন্য হাজিদের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আশা করছি আগামীতে সকল হাজিদের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া প্রবাসীদের বীমা সুবিধা প্রদানের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
গোলাম মসীহ উল্লেখ করেন, করোনা মহামারির সময় প্রায় ৪০ হাজার প্রবাসীদের কাছে সরকারের খাদ্যসহায়তা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। প্রবাসীদের জন্য ডক্টরস পুল গঠন করে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে। আটকেপড়া প্রবাসীদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে।
দূতাবাসের উপমিশন প্রধান আনিসুল হক রাষ্ট্রদূতকে জনতার রাষ্ট্রদূত আখ্যা দিয়ে বলেন, তিনি প্রবাসীদের জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করে গেছেন তা সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা চিরদিন মনে রাখবে। তার প্রচেষ্টায় সৌদি আরবে বাংলাদেশি স্কুলগুলো বিভিন্নভাবে সরকারি সহায়তাপ্রাপ্ত হয়েছে। বাংলাদেশের সাথে সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার হয়েছে।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করে বিদায়ী রাষ্ট্রদূতের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় রাষ্ট্রদূতের হাতে ক্রেস্ট তুলে দেন দূতাবাসের কর্মকর্তারা।
প্রবাসী - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা