ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আশা ভেঙে দিল লঙ্কান ক্রিকেট বোর্ড, সূচী নিয়ে নতুন করে ভাবতে হবে বিসিবিকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৯ ২০:৪৬:০৮
আশা ভেঙে দিল লঙ্কান ক্রিকেট বোর্ড, সূচী নিয়ে নতুন করে ভাবতে হবে বিসিবিকে

তবে দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা এখনো চলছে। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা দুই দলই চায় দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে। আগস্টেই সিরিজটি খেলার পরিকল্পনা করছিল বাংলাদেশ। তবে আগস্টে দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ-এলপিএল'র ঘোষণা দেয়ায় আবারো সূচী নিয়ে নতুন করে ভাবতে হবে টাইগার ক্রিকেট বোর্ডকে।

অন্যান্য দেশের মতোই, দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে শ্রীলঙ্কা। এবার ক্রিকেটে ফেরার পরিকল্পনা ঠিক করে ফেলেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সব কিছু ঠিক থাকলে ২৮ আগস্ট থেকে দেশটিতে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট আসর লঙ্কান প্রিমিয়ার লিগ-এলপিএল। এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। করোনা মহামারীর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে উঠে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের নিয়ে গেলো মাসে অনুশীলনও শুরু করে। কিন্তু, ইংল্যান্ডের সাথে আলোচনা ইতিবাচক না হওয়ায়, অনুশীলনও বন্ধ হয়ে গেছে দেশটিতে। ফলে আবারও এলপিএল মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।

২০১২ সালে আসরটি মাঠে গড়ানোর পর ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতায় আসরটি আর আলোর মুখ দেখেনি। করোনায় আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এলপিএল'র ভাবনা শ্রীলঙ্কার। এখন পর্যন্ত ৭০ জন বিদেশি ক্রিকেটার ও ১০ জন হাইপ্রোফাইল কোচ আসরে অংশ নেয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। শ্রীলঙ্কার ৫টি শহরের পাঁচটি দল অংশ নেবে এবারের আসরে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ