ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

হাজিদের বরণ করতে পুরোপুরি প্রস্তুত পবিত্র কাবা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৯ ২০:২৩:১৩
হাজিদের বরণ করতে পুরোপুরি প্রস্তুত পবিত্র কাবা

হজের অষ্টম দিন হাজিরা কাবা তাওয়াফ করবেন। এর আগেই কাবা শরীফকে প্রস্তুত করা হয়েছে। হজ নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বন ওয়াসি আল-আহমাদি এক ঘোষণায় এ কথা জানান।

আরব নিউজের বরাতে জানা যায়, এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কড়া স্বাস্থ্যবিধি মেনেই হজ পালন করা হবে। কাবা প্রাঙ্গণে প্রবেশের জন্য এবার বিশেষ প্রবেশ দ্বার ও বের হওয়ার রাস্তা ঠিক করা হয়েছে। হাজিদের নির্দিষ্ট একটি রুট ব্যবহার করেই সেখানে প্রবেশ এবং বের হতে হবে। মসজিদের পশ্চিম ও দক্ষিণ দরজা এ সময় ব্যবহার করা হবে।

প্রতিবছর গড়ে ২৫ লাখ মানুষ হজে অংশ নিতে সৌদি আরবে গেলেও এবার করোনার কারণে সংখ্যা সীমিত করা হয়েছে। তবে হজ পালন করতে ইতোমধ্যে ১৬০ দেশের মুসল্লিরা সেখানে অবস্থান করছেন। তারা এখন মিনায় অবস্থান করছেন। সেখান থেকেই শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাবা প্রাঙ্গণে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। সৌদি সরকার থেকে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে। তারা কাবা ও এর আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে। তাওয়াফ করার সময় হাজিদের দেড় মিটার সামাজিক দূরত্ব পালন করার নির্দেশনা দেয়া হয়েছে।

অতিরিক্ত ভিড় যেন না হয় সে লক্ষ্যে মক্কা, মিনা ও আরাফায় আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেউ বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করার বিধানও করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে