ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

দারুণ বড় সুখবরঃ সৌদি প্রবাসীদের রিএন্ট্রি ও ভিসা এক্সটেনশন নিয়ে নতুন খবর

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৮ ২১:৫০:২৫
দারুণ বড় সুখবরঃ সৌদি প্রবাসীদের রিএন্ট্রি ও ভিসা এক্সটেনশন নিয়ে নতুন খবর

জাওয়াজাত নিশ্চিত করেছে যে এই মুহূর্তে সৌদি আরবের বাহিরে অবস্থানরত সকল সৌদি প্রবাসীর ৩ মাসের জন্য রিএন্ট্রি ভিসা ও ভিসা এক্সটেনশন ফ্রিতে সম্পূর্ণ হয়েছে।

টুইটারে একটি টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জাওয়াজাত। তারা জানিয়েছে করোনাভাইরাস মহামারীর কারণে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে পড়ায় যারা নিজ নিজ দেশে আটকা পড়েছে, সৌদি আরব ফিরতে পারছে না এবং যাদের ভিসা এক্সটেনশন ও রিএন্ট্রি ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে তাদের সকলেরই আপনাআপনি এই প্রক্রিয়ায় রিএন্ট্রি ভিসা ও তিন মাসের ভিসা এক্টটেনশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ হয়েছে।

অন্যদিকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবসার অ্যাপ ঘোষণা করেছে যে এই রি এন্ট্রি ও ভিসা এক্সটেনশনের মেয়াদ ঐ সৌদি প্রবাসীর পরিবারের সকল সদস্য ও গৃহকর্মী যারা সৌদি আরবে বসবাস করেন তাদের জন্যও প্রযোজ্য হবে।

তবে এক্ষেত্রে সেই প্রবাসীকে অবশ্যই সৌদি আরবের বাহিরে থাকতে হবে এবং বাহিরের থাকার সময়টায় অবশ্যই তাঁর ইকামার মেয়াদ থাকতে হবে যেন তা ঐ বর্ধিত মেয়াদকাল পর্যন্ত বজায় থাকে।

অর্থাৎ যে তিনমাসের জন্য জাজাওয়াত রিএন্ট্রি ভিসা ও ভিসার মেয়াদবৃদ্ধি করছে ঐ তিন মাস যেন অতি অবশ্যই ইকামা বজায় থাকে।

আরেকটি কন্ডিশন হল যে এক্ষেত্রে যাদের এক্সিট ও রিএন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ৬০ দিন পার হয়ে গেছে তারা জাজাওয়াতের এই সেবার অন্তর্ভুক্ত হবেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে