ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

২০২৩ সাল পর্যন্ত টাইগার দলের ওয়ানডে লীগের চূড়ান্ত সময়সূচী ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৮ ১৮:৪৪:৫০
২০২৩ সাল পর্যন্ত টাইগার দলের ওয়ানডে লীগের চূড়ান্ত সময়সূচী ঘোষণা

অবশেষে আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের সুপার লিগের খেলা শুরু হবে। প্রাথমিকভাবে ২০২৩ সালের বিশ্বকাপের সূচি নির্ধারিত ছিল ফেব্রুয়ারি-মার্চে। কিন্তু করোনাভাইরাসের কারণে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনায় ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে নেয়া হয়েছে অক্টোবর-নভেম্বর মাসে।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ থাকা ১২ দলের সঙ্গে ২০১৫-১৭ মৌসুমের সুপার লিগের চ্যাম্পিয়ন দল নেদারল্যান্ডসকে সাথে নিয়ে মোট ১৩ দলের হবে এই ওয়ানডে সুপার লিগ। যেখানে হোম এবং এওয়ে ভিত্তিতে ৪টি করে মোট ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আয়োজক দেশ ছাড়া এই লিগের শীর্ষে ৭ দল সরাসরি সুযোগ পাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।

আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডিস বলেছেন, ‘এই লিগের মাধ্যমে আগামী তিন বছর ওয়ানডে ক্রিকেটে বাড়তি মাত্রা যোগ হবে। কেননা এর সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপে অংশগ্রহণ জড়িত। সুপার লিগের ফলে বিশ্বের ক্রিকেট দর্শকরা আরও জমজমাট খেলা দেখতে পারবে।’

তিনি বলেন, ‘গত সপ্তাহে ২০২৩ সালের বিশ্বকাপটি সে বছরের শেষের দিকে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে করোনাভাইরাসের কারণে যেসব সিরিজ স্থগিত হয়ে গেছে, সেগুলো আয়োজন করার যথেষ্ঠ সময় পাবো আমরা। এখন আমরা মাঠের খেলার মাধ্যমেই বাছাইয়ের সিদ্ধান্ত নিতে পারব।’

এই বছরের শেষের দিকে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে এই টুর্নামেন্টের যোগ দেবে বাংলাদেশ। বাংলাদেশের পরবর্তী সিরিজ চূড়ান্ত সময়সূচী

ডিসেম্বর-২০২০, বাংলাদেশ-শ্রীলঙ্কা সফর (ম্যাচ: ৩ ওয়ানডে, স্থান: বাংলাদেশ) জানুয়ারী – ফেব্রুয়ারী ২০২১, ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সফর (ম্যাচ: ৩ টেস্ট, ৩ ওয়ানডে এবং ২ টি-টুয়েন্টি, স্থান: বাংলাদেশ) ফেব্রুয়ারি – মার্চ ২০২১ নিউজিল্যান্ড- বাংলাদেশ সফর (ম্যাচ: ৩ ওয়ানডে এবং ৩ টি -টুয়েন্টি, স্থান: নিউজিল্যান্ড)

জুন – জুলাই ২০২১ বাংলাদেশ জিম্বাবুয়ে সফর(ম্যাচ: ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি -টুয়েন্টি, স্থান: জিম্বাবুয়ে) সেপ্টেম্বর – অক্টোবর ২০২১ বাংলাদেশ সফর (ম্যাচ: ৩ ওয়ানডে এবং ৩ টি -টুয়েন্টি, স্থান: বাংলাদেশ) নভেম্বর – ডিসেম্বর ২০২১ পাকিস্তান বাংলাদেশ সফর, (ম্যাচ: ২ টেস্ট এবং ৩ টি টুয়েন্টি, স্থান: বাংলাদেশ)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ