ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১

মালেশিয়ায় রায়হানের সাথে দেখা করতে দেয়নি আইনজীবীদের

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৮ ১৮:২১:২১
মালেশিয়ায় রায়হানের সাথে দেখা করতে দেয়নি আইনজীবীদের

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সোমবার দুপুর ২টায় আইনজীবীরা মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে গিয়ে রায়হানের সঙ্গে দেখা করতে চান। তখন তাদের জানানো হয়, ‘পরে তারা দেখা করার জন্য তারিখ দেবেন’।

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা (চেম্বারস অফ সুমিতা) এবং সেলভারাজ চিন্নিয়াহ (মেসার্স সিআর সেলভা) জানান, মালয়েশিয়ান পুলিশ ও ইমিগ্রশন বিভাগকে তারা শনিবারই দেখা করার জন্য আবেদন জানিয়েছেন। সে অনুযায়ী আজকে দেখা করতে গেলে তাদের জানানো হয় যে, দেখা করা যাবে না। কবে দেখা করা যাবে জানতে চাইলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, তারা আরেকটি তারিখ দেবে।

রায়হানের আইনজীবী সুমিতা বলেন, ‘রায়হানের পরিবার যেহেতু তাদের নিয়োগ দিয়েছে, কাজেই তারা চান হাইকমিশনের কর্মকর্তারা যেন আইনজীবী হিসেবে তাদের সঙ্গে রাখে। এ ব্যাপারে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনের সহায়তা চেয়েছেন।’

এর আগে শনিবার দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক খাইরুল ডিজাইমি দাউদ এক বিবৃতিতে বলেন, ২৫ বছর বয়সী রায়হান কবিরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, যাতে আর কখনো তিনি মালয়েশিয়ায় ফিরতে না পারেন।

তিনি বলেন, ‘বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মালয়েশিয়ার পুলিশ দুর্ব্যবহার করছে, এমন অভিযোগ করে আলজাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ায় রায়হান কবিরের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে’।

এ বিবৃতির পরেই রায়হান কবিরকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের জানান, তদন্তের সার্থেই রায়হানকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে