ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইপিএল ইস্যুঃ চূড়ান্ত সূচি পেলেই আমরা কাজ শুরু করব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৭ ১৬:৪৫:১৩
আইপিএল ইস্যুঃ চূড়ান্ত সূচি পেলেই আমরা কাজ শুরু করব

এমনটা হওয়ায় পরোক্ষভাবে খুশিই হয়েছেম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এন্টি করাপশন ইউনিটের প্রধান অজিত সিং। যেহেতু আরব আমিরাতে খেলা হবে তিনটি ভেন্যুতে, তাই এবার দুর্নীতি দমন কাজ সহজ হবে বলে মনে করছে এন্টি করাপশন ইউনিট।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত হবে আইপিএলের ১৩তম আসর। ৫১ দিনব্যাপী এ টুর্নামেন্টের ম্যাচগুলো হবে দুবাই, শারজাহ ও আবুধাবিতে। অজিত সিং বলেছেন, ‘আরব আমিরাতে এবার দুর্নীতি দমন ইউনিটের কাজ সহজ হবে। কারণে ভারতের ৮টি ভেন্যুর বদলে, সেখানে খেলা হবে ৩টি ভেন্যুতে। তবে এটি কোনো আলোচনার বিষয় নয়। চূড়ান্ত সূচি পেলেই আমরা কাজ শুরু করব।’

বিসিসিআইয়ের এন্টি করাপশন ইউনিটে বেতনভুক্ত কর্মকর্তা আছেন ৮ জন। তারাই আইপিএলসহ ভারতের ক্রিকেটের দূর্নীতির বিষয়টি দেখে থাকে। তবে এবার আইপিএল যেহেতু আমিরাতে হব, সেক্ষেত্রে তাদের কর্মপরিধি কেমন হবে কিংবা করোনাভাইরাসের নিরাপত্তা ব্যবস্থাই বা কী হবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন অজিত।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এখন বিসিসিআইয়ের বেতনভুক্ত ৮ জন দুর্নীতি দমন কর্মকর্তা আছে। টুর্নামেন্টের ৬০টি ম্যাচ নজরদারিতে রাখতে এটি যথেষ্ঠ হবে কি না তা এখনই বলা সম্ভব নয়। আমাদের আগে দেখতে হবে কী কী ব্যবস্থা নেয়া হয়, অবস্থা কী দাঁড়ায়। আমাদের যদি প্রয়োজন পড়ে, তাহলে নতুন লোক নিয়োগ দেবো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ