দেশে জাতীয় দলে ডাক পাওয়া কে এই ফিনল্যান্ডের তারকা

তার আগে ক্যাম্পের জন্য ৩৬ জনের প্রাথমিক জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রোববার ঘোষিত এই দলে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের ফুটবলারের তারিক রায়হান কাজী।
বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় বলা হয় ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়াকে। তাকে ছাড়া জাতীয় দল এখন কল্পনাতীত। এবার তার সঙ্গী হতে চলেছেন এই ফিনল্যান্ডের ফুটবলার।
ইতিমধ্যে তারিক রায়হান কাজীকে নিয়ে কৌতূহলের ঝড় উঠেছে। কে এই তারেক? হঠাৎ জাতীয় দলে কী করে যুক্ত হলেন? এমন প্রশ্ন দেশের ফুটবলপ্রেমীদের।
জানা গেছে, ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী দেশটির সর্বোচ্চ পর্যায়ের ক্লাব টেম্পেরের ইলভেসের সদস্য। এই ক্লাবের হয়ে গত বছর ইউরোপা লিগের বাছাইপর্বে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।
তারিক ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন।
ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে হয়তো ফিনল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ পেতেন তারিক।
তবে কি ফিনল্যান্ড থেকে তাকে উড়িয়ে আনা হয়েছে?
জানা গেছে, ইউরোপে বড় হলেও শিকড়ের টানে বাংলাদেশকেই বেছে নেন তারিক। লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করতে চান এই দেশপ্রেমিক। তাই বাংলাদেশে এসে যোগ দিয়েছিলেন বসুন্ধরা কিংসে।
এদিকে অধিনায়ক জামাল ভূঁইয়ার মতো ভালোমানের প্রবাসী ফুটবলার খুঁজছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তখনই তারিক কাজীর ওপর চোখ আটকে যায় কোচ জেমি ডের।
আগের পারফরম্যান্স ও ঢাকায় খেলা ম্যাচের ওপর ভিত্তি করেই এই প্রবাসীকে ক্যাম্পে ডাকলেন জেমি। তার আগে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন তারিক।
অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাকি চার ম্যাচের জন্য আগস্টের প্রথম সপ্তাহে যে ক্যাম্প শুরু হচ্ছে, সেখানে ৩৬ জনের প্রাথমিক দলে তারিককে ডেকেছেন জেমি ডে।
এ খবর নিশ্চিত হওয়ার পর মোবাইল ফোনে তারিক কাজী জানান, এখানে আসার পর থেকেই বাংলাদেশের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্ন এবার পূরণ হচ্ছে। এখন মাঠে নামতে চাই।’
বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের এই ফুটবলারের পৈতৃক বাড়ি নঁওগা। তবে ফিনল্যান্ডেই বড় হয়েছেন তিনি। তার বাবার নাম শাইদুল কাজী।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ