মালয়েশিয়ায় গ্রেফতার প্রবাসী রায়হান, যা বললেন তার পরিবার
তারা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের দুর্দশার কথা বলার কারণেই মালয়েশিয়া সরকারের মিথ্যা রোষানলের শিকার হয়েছেন রায়হান। তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবি করছেন স্বজনরাসহ রায়হানের সহপাঠী এবং এলাকাবাসী।
ছেলে ফিরে আসবে এই আশায় দুঃখ ভারাক্রান্ত মনে কিছুক্ষণ পর পর বাড়ির গেটে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে থাকছেন মা রাশিদা বেগম। আদৌ ছেলেকে ফিরে পাবেন কিনা সেই আশঙ্কা আর হতাশায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অজানা আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলছেন বার বার। গত ২৩ জুলাই ছেলের সাথে শেষ কথোপকথনের কথাই বারবার সবার সাথে বলছেন আর ছেলেকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কাছে আকুল আবেদন করছেন।
কান্না বিজড়িত কণ্ঠে রায়হানের মা রাশিদা বেগম সময় সংবাদকে বলেন, আমার ছেলেকে কি আমি ফেরত পাবো না? সে কি অপরাধ করেছে? কেন তাকে বিদেশে গ্রেফতার করা হলো? ছেলের কখোপকথনের কথা উল্লেখ করে মা রাশিদা বেগম বলেন, রায়হান বারবার আমাকে সান্ত্বনা দিয়েছে মা তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। আমার পাশে সরকার আছে। দেশের মানুষ আছে। যদি আমার মৃত্যুও হয় তাতেও আমি ভয় পাই না। দেশের জন্য জীবন দিতে পারলে অমি ধন্য হয়ে যাবো।
একই আকুতি পরিবারের অন্যান্য স্বজনদেরও। রায়হানের ছোট বোন অনার্সের শিক্ষার্থী মেহেরুন নেসা সময় নিউজকে বলেন, আমার ভাই প্রবাসীদের নির্যাতনের কথা বলে আজকে বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমার ভাই দেশদ্রোহী নয়, তিনি নির্দোষ। আল জাজিরায় তিনি দেশের মানুষের পক্ষে কথা বলেছেন। সরকার এটা নিরপেক্ষভাবে যাচাই ও বিবেচনা করুক। আমার ভাইকে সসম্মানে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনুক এটাই আমার দাবি।
রায়হানের বাবা মোহাম্মদ শাহ আলম সময় নিউজকে বলেন, আমার ছেলে উচ্চ শিক্ষার জন্য বৈধভাবে বিদেশে লেখাপড়া করতে গেছে। সেখানে সে বৈধভাবে চাকুরীও করতো। আজকে দেশের পক্ষে কথা বলায় আমার ছেলেকে অবৈধ বলা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সরকারের কাছে তিনি দাবি করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করে রায়হানকে যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।
‘লকড আপ ইন মালয়েশিয়া লকডডাউন’ শিরোনামে গত ৩ জুলাই কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় প্রচারিত এক প্রতিবেদনে মালয়েশিয়ায় করোনা পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের উপর নির্যাতনের ব্যাপারে অভিমত প্রকাশ করেন সেখানকার প্রবাসী বাংলাদেশি নারায়ণগঞ্জের রায়হান কবির। এটিই যেন তার জন্য কাল হয়ে উঠে। আল জাজিরায় মত প্রকাশ করার অপরাধে ওয়ার্ক পারমিট বাতিলসহ রায়হানকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে মালয়েশিয়ার সরকার। ২৪ জুলাই রায়হান গ্রেফতার হলে পরিবারে হতাশা নেমে আসে। বিষয়টি মেনে নিতে পারছেন না রায়হানের সহপাঠীরাসহ এলাকাবাসীও। সরকারের কাছে সবার একটাই আবেদন, নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক রায়হানকে।
এলাকাবাসী বলছেন, বিদেশের মাটিতে বসে নির্ভয়ে এক কোটি প্রবাসী বাংলাদেশীদের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা বলেছে রায়হান। তাই রায়হানকে নির্দোষ প্রমাণ করে দেশে ফিরিয়ে আনা সরকারেরই দায়িত্ব।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৪ সালে নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাশের পর উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে বৈধভাবে মালয়েশিয়া যান মেধাবী শিক্ষার্থী রায়হান কবির। ২০১৭ সালে কুয়ালামপুর টিএমসি ইউনিভার্সিটি থেকে বিবিএ কোর্স শেষে ভর্তি হন এমবিএতে। লেখাপড়ার খরচ চালাতে কাজ নেন সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। লেখাপাড়া শেষ করে ফিরে এসে নিজের দেশের মাটিতেই স্থায়ী হবেন বলে রায়হান তার স্বপ্নের কথা মাকে বলতেন।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাফায়াত আলম সানি দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে সময় সংবাদকে বলেন, রায়হান কবীর বঙ্গবন্ধুর চেতনায় এবং আদর্শে অনুপ্রাণিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলো। যে কোন অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদী হয়ে উঠতো। সে ছিলো অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী স্বভাবের। ছিলো প্রচণ্ড সাহসী। নিজ এলাকার মাদকের ডিলারকে একা জাপটে ধরে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলো আমাদের এই সাহসী কর্মী। তার এই পরিস্থিতির জন্য আমরা খুবই দুঃখিত হয়েছি এবং তার জন্য দোয়া করছি।
সানি আরো জানান, রায়হান বর্তমানে মালয়েশিয়াতে ছাত্রলীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর আগে সফলভাবে দৃঢ়তার সাথে পালন করেছিলেন সেখানকার ছাত্রলীগ শাখার যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএল নিলাম: ২কোটি ৭০লাখ রুপিতে যে দলে সাকিব, দেখেনিন মুস্তাফিজ ও তাসকিনের অবস্থান
- দেশে টাকা পাঠানোর উত্তম সময়: সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল পতন, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে ঝড় তুললেন নাহিদ রানা
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 Auction: ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- আজকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পাল্টে গেল বাংলাদেশের ১৮ বছরের ইতিহাস
- প্রথম দিনেই কঠিন হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরয়ার ফারুকী চারে দিকে উঠলো প্রশংসার ঝড়
- ৩ পরিবর্তন নিয়ে শেষ ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
- অনেক দিন পর সাব্বিরের ব্যাটে চার ছক্কার ঝড়
- ব্রেকিং নিউজ: নাজমুল হোসেন শান্তকে হারালো বাংলাদেশ
- IPL নিলাম ২০২৫: ১ কোটিতে সাকিব ও তাসকিন, ৭৫ লক্ষ রুপিতে তানজিম সাকিব, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- খেলার মোড় ঘোরালেন নাসুম আর ম্যাচে ম্যাচ সেরা হলেন অন্য যে ক্রিকেটার
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ, দেখেনিন ফলাফল
- ম্যাচের দুই ঘন্টা আগে ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের চমকে ভরা একাদশ ঘোষণা