ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পরবর্তী বিপিএল নিয়ে যা বললেন কমিটির প্রধান জালাল ইউনুস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৬ ১২:২২:২১
পরবর্তী বিপিএল নিয়ে যা বললেন কমিটির প্রধান জালাল ইউনুস

খেলাধুলা নিয়ে চ্যানেল আই অনলাইনের লাইভ শো ‘বি অ্যাকটিভ’ এ শনিবারের অতিথি ছিলেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস। অনুষ্ঠানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন এর আশার কথা শুনিয়েছেন জালাল ইউনুস।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেখানে রয়েছে বড় একটি শর্ত। যদি করোনো ভাইরাস পরিস্থিতি বাংলাদেশের উন্নতি হয় তাহলেই একমাত্র বিপিএল আয়োজন করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

‘খুব শিগগিরই আমরা আলোচনায় বসব, কোরবানির ঈদের পর বিসিবির ওয়ার্কিং কমিটির একটি সভা আছে। বিপিএল নিয়ে চিন্তা করবো, কখন করা যায়। বিপিএল করার সময়টা হাতে আছে কেননা এটির জন্য নির্ধারিত সময় ডিসেম্বর-জানুয়ারি। সামনে আরও চার মাস হাতে থাকবে, আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর। আমরা চেষ্টা করব বিপিএল ঠিক সময়েই করতে।’

যদি বিপিএলের সপ্তম আসর অনুষ্ঠিত হয় তাহলে কোন কোন দল খেলবে। কেননা বিপিএল ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে। যেখানে বিসিবির অধীনে থাকা দল গুলি খেলেছিল। কিন্তু গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল বিপিএলের সপ্তম আসর দল থাকবে ফ্র্যাঞ্চাইজিদের হাতে।

বিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি শেষ হয়ে গেছে বলে জানান জালাল ইউনুস। নতুন করে চুক্তিসহ প্রয়োজনীয় কাজ ঈদের পর পরই শুরু করার ভাবনার কথা জানান তিনি, ‘জানেন যে অনেক দলের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। আগের যেসব দল আছে তারা খেলবে কি খেলবে না, আগ্রহী কিনা বা আমরা নতুন কোনো দলকে নেব কিনা; বা নতুন কেউ আগ্রহ দেখিয়ে আসবে কিনা; অনেক ব্যাপার আছে।

তো দলগুলোর সঙ্গে কথা বলে আগে কিছু কাজ সেরে রাখতে চাই। কাজের গতিশীলতা নির্ভর করছে সময়ের উপর। পেপার ওয়ার্ক করে রাখব। ঈদের পর আমরা সভায় বসব তখন বিপিএলের ভাগ্য নির্ধারণ হবে। অনেক কাজ বাকি আছে। প্লেয়ার্স কন্ট্রাক্ট, নতুন টিমের সঙ্গে চুক্তি…।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ