সাকিবের জীবন পালটে দিয়েছে দুই জনেই

জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে না জানানোয় আইসিসি তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। ২৮ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞা। যদিও করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের সব ধরনের ক্রিকেটেই আপাতত বন্ধ।
সাকিবের ভাষায় ‘সব ক্রিকেটারই নিষিদ্ধ এখন।’ স্ত্রী উম্মে আহমেদ শিশির তার জীবনে অনেক প্রভাব ফেলেছেন। কিন্তু দুই মেয়ে হওয়ার পর জীবন অনেক পাল্টে গেছে সাকিবের। শুক্রবার এক অনলাইন লাইভ আড্ডায় সাকিব বলেন, ‘নিজেকে নিজের কাছে সৎ হতে হবে।
অন্যের কাছে মিথ্যা বলা কিংবা কিছুই হয়নি এমন ভাব নিয়ে চলা যাবে না। যা হওয়ার হয়ে গেছে। মানুষ ভুল করবেই। কেউই শতভাগ শুদ্ধ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ভুল থেকে বের হয়ে আসা। অন্যরা এ ভুলটা যেন না করে সে বিষয়ে সতর্ক হতে বলতে পারেন। তাহলে তারা হয়তো একই ভুল করবে না।’
সাকিব বলেন, এখন তাকে দেখেই বাকিরা শিক্ষা নিক, ‘অন্য কারও জীবনেও এটা হতে পারত।
আমি হয়তো তাকে দেখে শিখতে পারতাম। এখন আমার জীবনে হয়েছে মানুষজন আমাকে দেখে শিখুক। প্রথমদিন থেকেই সৎ থাকতে চেয়েছি। কেউ যখন আমাকে জিজ্ঞেস করেছে তাদের কাছে কিছু লুকাতে চাইনি। সোজাসাপ্টা থাকতে চেয়েছি। ভুল করেছি। আমার মতো খেলোয়াড়ের ক্ষেত্রে এমন হওয়া ঠিক হয়নি। এর জন্য ক্ষমা চাইছি, সামনে তাকাতে চাইছি। চাই সবাই আমাকে দেখে শিখুক, যেন তারা এমন ভুল আর না করে।’
তিনি বলেন, ‘অবশ্যই যতটা সম্ভব আমার ভুলগুলো কমাতে চেষ্টা করব। আমার দুটি মেয়ে আছে। এখন খেলা আর জীবন সম্পর্কে ভালো ধারণা রাখি। ২০ বছর বয়সী সাকিবের চেয়ে আমি এখন অনেক শান্ত। অনেক পাল্টে গেছি। মানুষ এখন আমাকে আর আগের মতো ভুল করতে দেখবে না। আমার দুই মেয়ে আমার জীবন সম্পূর্ণ পাল্টে দিয়েছে।’
দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর নিজেকে প্রস্তুত করতে আগামী মাস থেকেই অনুশীলনে ফিরছেন সাকিব। ইংল্যান্ডে অনুশীলন করবেন তিনি। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এ বাঁ-হাতি অলরাউন্ডার বলেন, ‘বিতর্ক আমার জীবনে পরিপূরক। খুব অল্প বয়সেই আমার জীবনে দায়িত্ব চেপেছে। তাই ভুল হওয়াটা স্বাভাবিক।
মাত্র ২১ বছর বয়সে অধিনায়ক হয়েছি। অনেক ভুল করেছি। মানুষ আমাকে নিয়ে অনেক কিছু চিন্তা করে। জানি আমার ভুলটা কোথায়, আবার কিছু জায়গায় আমাকে ভুলও বোঝা হচ্ছে। উপমহাদেশে বিতর্ক অবিচ্ছেদ্য অংশ।’ তিনি বলেন, ‘আগামী মাস থেকেই আমার অনুশীলনে ফেরার কথা। তিন মাস সময় পাব নিজেকে ভালো মতো প্রস্তুত করার জন্য। এ তিন মাসই যথেষ্ট, নিজেকে ক্রিকেটের জন্য আদর্শ গড়নে নিয়ে যাওয়ার জন্য।’
এদিকে নিজের চরিত্রকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করে সাকিব বলেন, ‘মেসি অবশ্যই আমার প্রেরণা। সংবাদ মাধ্যমে সে কমই কথা বলে। সাম্প্রতিক সময়ে কিছু বলা শুরু করেছে। দু-তিন বছর আগেও তাকে খুব বেশি কথা বলতে শুনিনি। গত কয়েক বছরেই শুধু একটু উচ্চকিত হয়েছে। আর রোনাল্ডো সব সময়ই মন খুলে কথা বলে। ব্যক্তিত্বের ধরন অনুযায়ী আমি রোনাল্ডোর মতো, তবে পছন্দ করি মেসিকে। রোনাল্ডোও অসাধারণ। এ বয়সেও সে দারুণ ফিট।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ