ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

করোনা নেগেটিভ সনদ নিয়ে প্রবাসে গেলেন আরও ৩৯৬ প্রবাসী বাংলাদেশি

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৫ ১২:০০:০৪
করোনা নেগেটিভ সনদ নিয়ে প্রবাসে গেলেন আরও ৩৯৬ প্রবাসী বাংলাদেশি

সরকারের এ সিদ্ধান্তের পর গতকাল বৃহস্পতিবার নির্ধারিত কেন্দ্র থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশ গেলেন ৩৯৬ জন বাংলাদেশি। গতকাল রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্স ও কাতার এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইটে এসব বাংলাদেশিরা ঢাকা ত্যাগ করেন।

তবে নির্ধারিত ১৬টি কেন্দ্রের বাইরে অন্য ল্যাব থেকে নমুনা পরীক্ষা করায় এবং আরো কিছু কারণে ৩৪ যাত্রীকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। তাদেরকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।

এদিকে আজ শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দুই শতাধিক যাত্রীর বিদেশ যাওয়ার কথা রয়েছে। তবে টিকেট কেনা সত্ত্বেও ৮ জন যাত্রীর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসায় তাদের যেতে দেওয়া হচ্ছে না।

বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে করোনাভাইরাস পরীক্ষার অনিয়মের অভিযোগ ও ইতালিতে বাংলাদেশিদের শরীরে সংক্রমণ শনাক্ত হওয়ার পর বিদেশ যাত্রার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে সরকার। বিদেশ গমনেচ্ছুদের নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করে নির্ধারণ করা হয় ১৬টি কেন্দ্র। যাত্রীদের বিদেশ যাওয়ার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব কেন্দ্র থেকে করোনা নেগেটিভ সনদ সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়। এরপর গতকাল প্রথমবারের মতো সরকার নির্ধারিত কেন্দ্র থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশ গেলেন যাত্রীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে