ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

সামরিক শক্তিতে সবচেয়ে কম কম শক্তি যে ১০ দেশের

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৪ ১৫:৫০:০০
সামরিক শক্তিতে সবচেয়ে কম কম শক্তি যে ১০ দেশের

১৩৮টি দেশের ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে জিএফপি নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২০: মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকা প্রকাশ করে।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, প্রতিবছরের মত এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত।

আরো পড়ুন: সামরিক শক্তিতে বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম দেশ

বিপরীতে ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ, ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। সবচেয়ে কম সামরিক শক্তির দেশের তালিকায় ২য় অবস্থানে আছে আফ্রিকার দেশ লাইবেরিয়া। এছাড়া ৩য়, ৪র্থ ও ৫ম অবস্থানে আছে যথাক্রমে সোমালিয়া, সুরিনাম ও সিয়েরা লিওন।

সময় সংবাদের পাঠকদের জন্য সবচেয়ে কম সামরিক শক্তির ১০টি দেশের তালিকা নিচে তুলে ধরা হলো।

১. ভুটান২. লাইবেরিয়া৩.সোমালিয়া৪.সুরিনাম৫. সিয়েরা লিওন৬.বসনিয়া৭. পানামা৮. লাওস৯. গেবন১০. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে