ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

মালয়েশিয়ায় ঈদুল আজহা তারিখ ঘোষণা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২২ ১৮:৪০:১২
মালয়েশিয়ায় ঈদুল আজহা তারিখ ঘোষণা

বুধবার এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।

ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ফছরুল রাজি বলেন, এ সিদ্ধান্তটি ছিল নতুন চাঁদ দেখার ভিত্তিতে। মুসলিম বিশ্ব লুনার ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে উৎসব পালন করে।

এর আগে গত মাসে করোনাভাইরাস থেকে সাবধানতা অবলম্বন করতে পশু জবেহর জন্য এলাকা নির্ধারণ করে দেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী। দেশটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, অবশ্যই ঈদুল আজহার নামাজ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে।

এদিকে মালয়েশিয়ার সরকার ৩১ জুলাই ঈদুল আজহা পালনের ঘোষণা দেয়। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩১ জুলাই শুক্রবার মালয়েশিয়া পবিত্র ঈদুল আজহা পালন করা হবে।

এছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা পালন করবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে