ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জানি না আমরা কবে আবারো টেস্ট খেলতে পারবো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২১ ১৩:৫৮:৩২
জানি না আমরা কবে আবারো টেস্ট খেলতে পারবো

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট শেষে একটি টুইট করেন মুশফিক। সেখানে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি টেস্ট না খেলতে পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দলকে জিতিয়েছেন বেন স্টোকস। এই ম্যাচের প্রথম ইনিংসে ১৭৬ রান করা স্টোকস দ্বিতীয় ইনিংসে খেলেন ৫৭ বলে অপরাজিত থাকেন ৭৮ রানে। এরপর বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেন তিনি।

সেকারণে ম্যানচেস্টার টেস্টে সেরা খেলোয়াড়ের পুরষ্কার বেঁছে নিতে খুব একটা বেগ পেতে হয়নি কাউকেই। দীর্ঘ দিন খেলার বাইরে থাকার পরেও স্টোকসের এই পারফরম্যান্সে অভিভূত গোটা ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের টেস্ট দলপতি জো রুট তাঁকে মিস্টার ইনক্রেডেবল হিসেবেও অভিহিত করেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন মুশফিকও।

স্টোকসকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি টেস্টে ফেরার ইচ্ছা প্রকাশ করে মুশফিক লিখেন, 'কি অসাধারণ একটি টেস্ট ম্যাচ! এই ফরম্যাটটি অনেক পছন্দ করি। সমানে সমানে খেলা হয়েছে। ইংল্যান্ডকে অভিনন্দন, বিশেষ করে বেন স্টোকসকে। জানি না আমরা কবে আবারো টেস্ট খেলতে পারবো।'

চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজটির পর করোনাভাইরাসের প্রকোপে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় সকল ধরণের খেলা। ফলে অনাকাঙ্ক্ষিত ছুটির ফাঁদে পড়তে হয়েছে ক্রিকেটারদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ