ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

সৌদি আরবের সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২১ ১৩:০৭:০২
সৌদি আরবের সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

জানা গেছে, রোববার গাড়ি চালানোর সময় অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তিনিও গুরুতর আহত হন। পরদিন সোমবার সৌদির একটি সরকারি হাসপাতালে তিনি মারা যান।

নিহত মুহাম্মদ আইয়ুবের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে।

নিহতর নিকটাত্মীয় ফররুখ আহমদ জানান, আইয়ুব মদিনা মনোয়ারা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভাড়ায় ইউনিট গাড়ি চালাতেন। তিনি ভাড়া নিয়ে যাওয়ার পথে অন্য গাড়ির সঙ্গে মুখামুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন। স্থানীয় সৌদি পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে। পরদিন হাসপাতালে সে মারা যায়।

আইয়ুবের লাশ বর্তমানে সৌদি আরবের হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে