ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

এই অপরাধে মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিসহ আটক ২৪৯ জন

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২০ ২০:৪৪:১৩
এই অপরাধে মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিসহ আটক ২৪৯ জন

কেন্দ্র পরিচালনার অভিযোগে ১০ জন অভিবাসী সহ মোট ২৪৯ জন কে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । এসময় কয়েকজন পুলিশের সাথে ধস্তাধস্তির ও অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০জুলাই) সকাল ভোরে কুয়ালালামপুরের জালান ইয়াপ কোয়ান সেনে(Jalan Yap Kwan Seng) এলাকার একটি অনুমোদনহীন বিনোদন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

আটককৃতদের মাঝে ১০ বাংলাদেশি পুরুষ কর্মী ও একজন নারী কর্মী, ভারতীয় ১ জন নারী, বেলারুশিয়ান ২ জন নারী রয়েছেন। বাকি আটককৃতরা দেশিয় নাগরিক। তবে আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।এসময় পুলিশ বিনোদন কেন্দ্রের বিভিন্ন কাগজপত্র ও মালামালও জব্দ করেন।

প্রতিবেদনে আরো বলা হয়, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি বিনোদন আইন, সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিধিমালা ২০২০ এর ধারা ১১ এবং ইমিগ্রেশন আইনের ধারা ১৫(১) (গ) এর অধীনে যথাযথ তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, গত ১৮ ই মার্চ থেকে একটানা কিছুটা শিথিল করেছে এবং বর্তমানে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) এর মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে