ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

এক নজরে দেখে নিন যে দেশগুলোতে করোনায় মারা যায়নি একজনও

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২০ ১৭:৩৯:২১
এক নজরে দেখে নিন যে দেশগুলোতে করোনায় মারা যায়নি একজনও

এর মাঝেও অনেকটা সফল ভুটান, ভিয়েতমানসহ বেশ কয়েকটি দেশ। দেশগুলোতে মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত মারা যায়নি কেউই।

ডিসেম্বরে চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় মহামারি করোনা ভাইরাস। এরপর দ্রুতই তা বিশ্বব্যাপী বিস্তার লাভ করে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত কয়েক মাসে ৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখের বেশি মানুষ। বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যা যখন বাড়ছে তখনো বেশ কয়েকটি দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাই ঘটেনি।

ভুটান

এই তালিকার প্রথমেই আছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভুটান। দেশটিতে গেল মার্চে প্রথম একজন মার্কিন নাগরিকের শরীরে করোনা শনাক্ত হয়। শেষ খবর পর্যন্ত ৮৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলেও এখন পর্যন্ত মারা যায়নি একজনও।

ভিয়েতনাম

তালিকায় এশিয়ার আরেকটি দেশ ভিয়েতনাম। চীনে ভাইরাসটি বিস্তারের পরপরই বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। সফলতাও পায় ৯ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ ভিয়েতনাম। সবশেষ দেশটিতে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা ৩৮৩ জন। আর মৃত্যুর সংখ্যা শূন্য।

মঙ্গোলিয়া

সফলতার সাথে করোনাকে মোকাবিলা করেছে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৩ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা যায়নি একজনও।

উগান্ডা

করোনা মোকাবিলায় অনেকটাই সফল আফ্রিকান দেশ উগান্ডা। দেশটিতে এক হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যু হয়নি কারও। আফ্রিকান দেশ ইরিত্রিয়ার নামও রয়েছে এ তালিকায়।

এছাড়াও ভ্যাটিকান সিটি, লাওস, পাপুয়া নিউ গিনি, ম্যাকাও এবং ফিজিতেও এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা একেবারে শূন্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে