ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মিশা-জায়েদকে বয়কট করার বিষয়ে মুখ খুললেন ডিপজল

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২০ ১৬:৫৪:৫৬
মিশা-জায়েদকে বয়কট করার বিষয়ে মুখ খুললেন ডিপজল

সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে চলচ্চিত্রের ১৮ সংগঠনের বয়কটের ষোষণার পর এমন হুঁশিয়ারি দিলেন ডিপজল।

মিশা-জায়েদকে বয়কট করার বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেন ডিপজল।

তিনি বলেন, শিল্পী সমিতির কোনো সদস্য বাদ পড়ে থাকলে নিজেরা বসে তা সমাধান করুন। মিশা-জায়েদ আপনাদের পাশে থাকবে। আমার মনে হয় না ওরা কোথাও ত্রুটি করেছে। সামনে ঈদ। এই ঈদে যাতে শিল্পী সমিতি কিছু না করতে পারে তারই ষড়যন্ত্র করা হয়েছে। এ সংগঠনে অনন্ত জলিল, কাঞ্চন ভাই টাকা দিয়েছেন। আমিও সব সময় আছি পাশেই আছি।

গত ১৫ জুলাই চলচ্চিত্রের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দেয় চলচ্চিত্রের ১৮টি সংগঠন।

সেই ঘটনাকে ঘিরে উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে এফডিসি অঙ্গনে। মিশা-জায়েদ নিয়ে চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে