ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শাহেদ সাবরিনার গ্রেপ্তার লোক দেখানোঃ রুমিন ফারহানা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২০ ১৬:৪৬:১৪
শাহেদ সাবরিনার গ্রেপ্তার লোক দেখানোঃ রুমিন ফারহানা

কিন্তু সরকারের এসব তৎপরতাকে ‘লোক দেখানো’ বলছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, পেছনের রাঘব-বোয়ালদেরকে রক্ষা করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চ্যানেল আইয়ের সঙ্গে আলাপকালে বিএনপির এই নেত্রী বলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতি অনেক গভীরে প্রোথিত। এমনকি মন্ত্রীর পরিবারের অনেকে এর সঙ্গে জড়িত, এমন খবরও প্রকাশ হয়েছে। বারবার মিঠু সিন্ডিকেটের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগেরই সাবেক মন্ত্রী সেটা স্বীকার করে নিজের ব্যর্থতার কথাও বলেছেন। অথচ বর্তমানে দায়িত্বে থাকা মন্ত্রী সেটা সম্পূর্ণ অস্বীকার করে গেলেন। আমি মনে করি, সেই বৃহৎ সিন্ডিকেটকে বাঁচাতেই শাহেদ-সাবরিনাকে ধরা হয়েছে।

রুমিন ফারহানা আরো বলেন, টানা ১২ বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ কথায় কথায় বিএনপিকে টেনে আনে। এটা তাদের চরম দেউলিয়াত্ব। এক যুগেরও বেশি সময় ক্ষমতায় থেকে তারা স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেনি, অথচ নির্লজ্জের মতো বারবার অন্য একটি দলকে টেনে আনে। এটা তারা করে থাকে নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে