ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

দেখে নিন দেশে করোনায় যাদের মৃত্যু হচ্ছে বেশি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২০ ১৩:৫৩:১৮
দেখে নিন দেশে করোনায় যাদের মৃত্যু হচ্ছে বেশি

এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুই হাজার ৬৯ জন পুরুষ ও ৫৪৯ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশে এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষদের সংখ্যা ৭৯ শতাংশের কিছু বেশি। আর নারীদের সংখ্যা ২০ শতাংশের বেশি।

নাসিমা সুলতানা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে, ৬০ থেকে ১০০ বছরের মধ্যে যাঁরা মারা গেছেন, তাঁদের সংখ্যা সর্বাধিক, অর্থাৎ তাঁদের সংখ্যা ৪৪ দশমিক ৪৬ শতাংশ।’

পুরুষরা কেন বেশি মারা যাচ্ছে?

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা শিরিন বিবিসিকে বলেছেন, ‘পুরুষের মধ্যে আক্রান্ত হওয়া এবং মৃত্যু দুটিই বেশি। এর কারণ, বাংলাদেশে এখনো পুরুষরাই বেশি বাড়ির বাইরে যায়।’

তাহমিনা শিরিন আরো বলেন, ‘বাইরে বেশি যাওয়ার কারণে পুরুষ আক্রান্ত বেশি হয়। সে জন্য স্বাভাবিকভাবে মৃত্যুর ক্ষেত্রেও তাঁদের সংখ্যাই বেশি। এ ছাড়া বাইরে গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার প্রবণতাও কম থাকে তাঁদের মধ্যে—এমন একটি সাধারণ পর্যবেক্ষণ রয়েছে আমাদের। যদিও এই পর্যবেক্ষণের সঙ্গে বড় কোনো গবেষণা এখনো নেই।’

এ ছাড়া বাংলাদেশ হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিস ও ফুসফুসের প্রদাহজনিত রোগে পুরুষরা বেশি ভোগেন। ফলে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকিতে পুরুষরাই বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ আট হাজার ৯৮৭ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৫৮৪ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৩ লাখ ৭৪৫ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৬০৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৭ লাখ ৩৭ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে উঠেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে