ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজঃ গাজীপুরে ফোম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২০ ১১:১৬:০৩
ব্রেকিং নিউজঃ গাজীপুরে ফোম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের মাওনা স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল ও স্থানীয়রা জানান, সাইটালিয়া গ্রামের অরবিট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ফোম তৈরির একটি কারখানার গুদামে গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। টিনশেডের তৈরি ওই কারখানার ওপর দিয়ে কুণ্ডলী আকারে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। আগুন মুহূর্তেই পুরো গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর ও মাওনা স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাঁরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। আগুনে তৈরি ফোমসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে