ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

এই মাত্র পাওয়াঃ ইতালিতে ৬ বাংলাদেশির হাতে এক প্রবাসীর মৃত্যু

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৯ ২২:৩৫:০৪
এই মাত্র পাওয়াঃ ইতালিতে ৬ বাংলাদেশির হাতে এক প্রবাসীর মৃত্যু

জানা গেছে, মিলানের প্রাণকেন্দ্র স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে পৌর বাজারের সন্নিকটে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে তর্কাতর্কির এক ফাঁকে ৬ বাংলাদেশি মিলে রশিদকে খুন করে। এর আগে মারাত্মক আহত অবস্থায় তাকে ফেলে তারা পালিয়ে যান। পরে স্থানীয় সান পাওলো হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে হাতুড়ি ও চেইনসহ খুনিদের ফেলে যাওয়া বেশ কিছু আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় ২ খুনিকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার পর খুনিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্য আরেকটি সূত্রে জানা যায়, নিহত বাংলাদেশীর ইতালিতে বৈধ স্টেট পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ছিলো। হত্যাকান্ডের আগে থেকে স্তাদেরার ওই এলাকাটি পুলিশের খাতায় 'ক্রাইম জোন' হিসেবে চিহ্নিত ছিল। নিহত ও খুনিদের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে বলে জানা গেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে