ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজঃ চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৯ ২০:২৩:৫১
ব্রেকিং নিউজঃ চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন তামিম

তার অনুশীলনে ফেরার সম্ভাবনাও নেই। কারণ তিনি উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন বাংলাদেশের এই ওপেনার।

ঢাকার বেশ কয়েকটি প্যাথলজিক্যাল টেস্ট করিয়েছেন তামিম। তবে ডাক্তাররা তামিমের এই ব্যথার উপসর্গ খুঁজে পাচ্ছেন না। এর ফলেই বিদেশে চিকিৎসার জন্য যেতে হচ্ছে তাঁকে।

দৈনিক কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তামিম বলেছেন, ‘গত এক মাসে তিনবার এমন ব্যথা হয়েছে। এমন ব্যথা যে সোজা হয়ে দাঁড়াতে পারি না, বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি পারছি না। আরো কিছু পরীক্ষা করাতে হবে। এন্ডোসকপি, কোলনস্কোপি আবার হাসপাতালে গিয়ে করাতে হবে।’

ইংল্যান্ড যাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘লন্ডনের ডাক্তারের সঙ্গে কথাও হয়েছে। তবে ওখানে ১৪ দিনের কোয়ারেন্টিনের ঝামেলা আছে। এর পরও ভাবছি প্রথম সুযোগেই লন্ডন যাব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ