ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দীর্ঘ দিন পরে অনুশীলনে নেমে যা বললেন ক্রিকেটারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৯ ১৭:২৩:৫৭
দীর্ঘ দিন পরে অনুশীলনে নেমে যা বললেন ক্রিকেটারা

সাত দিনের সূচিতে আজ রোববার অনুশীলনে ফিরেছেন নয় ক্রিকেটার। এর মধ্যে মিরপুরে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম।

আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল মুশফিকের অনুশীলন। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই মিরপুরে এসে হাজির হন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এরপর বিসিবির একাডেমি মাঠে ট্রেনার তুষার কান্তি হাওলাদারের উপস্থিতিতে কিছুক্ষণ রানিং সেরে নেন তিনি। রানিং শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ১০টায় ব্যাটিং অনুশীলন করেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

ইনডোরে ব্যাটিং অনুশীলন শুরু করেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মিঠুন। সকাল ৯টা থেকে এক ঘণ্টা ব্যাটিং করেন তিনি। ১১টার দিকে শেরেবাংলায় আসেন শফিউল। তিনিও ব্যক্তিগত অনুশীলন সেরে নেন।

অনুশীলন শেষে মিঠুন বলেন, ‘আমরা দীর্ঘ চার মাস পর মাঠে অনুশীলন করার সুযোগ পাচ্ছি। ব্যাটিং, রানিং-সব কিছুই একটু কঠিন মনে হচ্ছে। কারণ এত দিন আমরা সব কিছুই ঘরের ভেতর করেছি। এখন মাঠে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি দিনে দিনে সব আগের মতোই ফিরে পাব।’

অন্যদিকে খুলনায় অনুশীলন করেছেন মেহেদী হাসান ও সোহান হাসান সোহান। সিলেটে অনুশীলন শুরু করেছেন পেসার সৈয়দ খালেদ ও নাসুম আহমেদ। আর চট্টগ্রামে অনুশীলন করেছেন নাঈম হাসান। আগামী ২৬ জুলাই শেষ হবে সাত দিনের এই অনুশীলন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ