জায়েদ-মিশার পদত্যাগ দাবিতে এফডিসিতে টানটান উত্তেজনা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও সভাপতি মিশা সওদাগরের পদত্যাগ চেয়ে আজ রোববার সকালে রাস্তায় নামেন সদস্যপদ হারানো শিল্পীরা। তাঁদের দাবি, ক্ষমতা ব্যবহার করে ১৮৪ জনের সদস্যপদ বাতিল করেছেন জায়েদ খান। এই কাজে তাঁকে সহায়তা করেছেন মিশা সওদাগর। তাই এ দুজনের পদত্যাগ চেয়ে একত্র হয়েছেন তাঁরা।
সকাল ১১টার দিকে শতাধিক সদস্যপদ হারানো শিল্পী বিএফডিসির গেটের সামনে মানববন্ধন করেন। যে নেতারা শিল্পীদের সম্মান করেন না, তাঁদের পদত্যাগ চান বলে স্লোগান তোলেন তাঁরা। পাশাপাশি ভোটাধিকার ফিরে পাওয়ার দাবিও জানান। এ সময় অভিনেত্রী সাদিয়া মির্জা, ফিরোজ সাঁই, শান, সাজিদ প্রিন্স, রমিজউদ্দিন, হিরো আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চলচ্চিত্রের সঙ্গে বহুদিন কাজ করা সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও তাঁরা এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে অবস্থান করছিলেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এফডিসিতে সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : এনটিভি অনলাইনগত ১৫ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দেয় চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এ বিষয়ে শিল্পী সমিতির আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কথা বিকেলে। সেইসঙ্গে ১৮৪ জন শিল্পীর ভোটাধিকার বাতিল করা নিয়েও কথা বলবেন শিল্পী সমিতির নেতারা।
জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অডিটোরিয়ামের সামনেই অবস্থান নিয়েছেন সদস্যপদ হারানো শিল্পীরা। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন।
সকালে মানববন্ধনে হিরো আলম বলেন, ‘জায়েদ খানের জন্মের আগ থেকে যে শিল্পীরা এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, তাঁদের যাচাই-বাছাই না করে বাদ দেওয়া হয়েছে। আমাদের দাবি, যাঁদের বিনা কারণে বাদ দেওয়া হয়েছে, তাঁদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হোক। কারণ, এফডিসি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এখানে ঢোকার অধিকার শিল্পীদের রয়েছে। কাউকে ঢুকতে না দেওয়ার অধিকার কারো নেই। কয়েক দিন আগে তিনি (জায়েদ খান) আমাকে নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হিরো আলম নামের কাউকে তিনি চেনেন না।’
অভিনেত্রী সাদিয়া মির্জা বলেন, ‘অনেক দিন ধরেই আমরা সিনেমার সঙ্গে জড়িত। শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলাম। ভোট দিয়েছি, যোগ্য নেতৃত্ব বাছাই করেছি। কিন্তু মিশা-জায়েদ প্যানেল ক্ষমতায় এসে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। কোন সাহসে তাঁরা এমনটি করলেন, তার জবাব চাই। আমরা শিল্পী সমিতি থেকে মিশা সওদাগর ও জায়েদ খানের পদত্যাগ চাই।’
শিল্পীরা জানান, নিজেদের সদস্যপদ ফিরে পাওয়ার জন্য বিএফডিসির সামনে মানববন্ধন চালিয়ে যাবেন তাঁরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ ২০/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের নতুন বার্তা
- আজ ২২-১১-২০২৫ তারিখ, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট কত
- মাশরাফির মৃত্যু নিয়ে জানা গেল আসল সত্য খবর
- দুই দিন পর সামান্য বড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- আরও বাড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- আজ ২৩-১১-২০২৫ তারিখ, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট কত
- সত্য না গুজব: ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, জেনেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: ভয়াবহ পরিস্থিতি, নিহত ১২ ভারতীয় সেনা, নিখোঁজ ১৬ জন
- শাহজালাল বিমানবন্দরে বিমানটিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বা হিনী, সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার
- সামান্য কমলো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- কমলো মালয়েশিয়ান রিংগিত রেট, জেনেনিন আজকের রেট কত
- এইমাত্র পাওয়া: ব্যাপক সংঘর্ষ, থানার ওসিসহ আহত ৫০ জন
- ব্রেকিং নিউজ: ওবায়দুল কাদেরের পরিবারে নেমে এলো শোকের কালো ছায়া