জায়েদ-মিশার পদত্যাগ দাবিতে এফডিসিতে টানটান উত্তেজনা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও সভাপতি মিশা সওদাগরের পদত্যাগ চেয়ে আজ রোববার সকালে রাস্তায় নামেন সদস্যপদ হারানো শিল্পীরা। তাঁদের দাবি, ক্ষমতা ব্যবহার করে ১৮৪ জনের সদস্যপদ বাতিল করেছেন জায়েদ খান। এই কাজে তাঁকে সহায়তা করেছেন মিশা সওদাগর। তাই এ দুজনের পদত্যাগ চেয়ে একত্র হয়েছেন তাঁরা।
সকাল ১১টার দিকে শতাধিক সদস্যপদ হারানো শিল্পী বিএফডিসির গেটের সামনে মানববন্ধন করেন। যে নেতারা শিল্পীদের সম্মান করেন না, তাঁদের পদত্যাগ চান বলে স্লোগান তোলেন তাঁরা। পাশাপাশি ভোটাধিকার ফিরে পাওয়ার দাবিও জানান। এ সময় অভিনেত্রী সাদিয়া মির্জা, ফিরোজ সাঁই, শান, সাজিদ প্রিন্স, রমিজউদ্দিন, হিরো আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চলচ্চিত্রের সঙ্গে বহুদিন কাজ করা সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও তাঁরা এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে অবস্থান করছিলেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এফডিসিতে সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : এনটিভি অনলাইনগত ১৫ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দেয় চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এ বিষয়ে শিল্পী সমিতির আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কথা বিকেলে। সেইসঙ্গে ১৮৪ জন শিল্পীর ভোটাধিকার বাতিল করা নিয়েও কথা বলবেন শিল্পী সমিতির নেতারা।
জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অডিটোরিয়ামের সামনেই অবস্থান নিয়েছেন সদস্যপদ হারানো শিল্পীরা। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন।
সকালে মানববন্ধনে হিরো আলম বলেন, ‘জায়েদ খানের জন্মের আগ থেকে যে শিল্পীরা এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, তাঁদের যাচাই-বাছাই না করে বাদ দেওয়া হয়েছে। আমাদের দাবি, যাঁদের বিনা কারণে বাদ দেওয়া হয়েছে, তাঁদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হোক। কারণ, এফডিসি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এখানে ঢোকার অধিকার শিল্পীদের রয়েছে। কাউকে ঢুকতে না দেওয়ার অধিকার কারো নেই। কয়েক দিন আগে তিনি (জায়েদ খান) আমাকে নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হিরো আলম নামের কাউকে তিনি চেনেন না।’
অভিনেত্রী সাদিয়া মির্জা বলেন, ‘অনেক দিন ধরেই আমরা সিনেমার সঙ্গে জড়িত। শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলাম। ভোট দিয়েছি, যোগ্য নেতৃত্ব বাছাই করেছি। কিন্তু মিশা-জায়েদ প্যানেল ক্ষমতায় এসে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। কোন সাহসে তাঁরা এমনটি করলেন, তার জবাব চাই। আমরা শিল্পী সমিতি থেকে মিশা সওদাগর ও জায়েদ খানের পদত্যাগ চাই।’
শিল্পীরা জানান, নিজেদের সদস্যপদ ফিরে পাওয়ার জন্য বিএফডিসির সামনে মানববন্ধন চালিয়ে যাবেন তাঁরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা