ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বসুন্ধরা কিংস বাকি পাঁচ ম্যাচ খেলবে মালদ্বীপে, জেনে নিন প্রতিপক্ষ যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৮ ১৪:৩৭:৫৫
বসুন্ধরা কিংস বাকি পাঁচ ম্যাচ খেলবে মালদ্বীপে, জেনে নিন প্রতিপক্ষ যারা

এএফসি তিন দেশের চারটি ক্লাবকে আয়োজক হওয়ার জন্য আবেদনের সময় দিয়েছিল ১৭ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে কেবল মালদ্বীপের দুটি ক্লাবই তাদের ফেডারেশনের মাধ্যমে ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো আয়োজনের আবেদন করেছে। এএফসি এখন মালদ্বীপের সবকিছু পর্যবেক্ষণ করে ৩০ জুলাই সিদ্ধান্ত জানাবে।

তবে ধারণা করা করা হচ্ছে মালদ্বীপের আবেদন গ্রহণযোগ্য হবে এএফসির কাছে। যেসব দেশে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট সিডিউল শুরু হয়েছে সেখানে মালদ্বীপ আছে। ভারত থেকে মালদ্বীপের ফ্লাইটও আছে।

স্থগিত থাকা এএফসি কাপের খেলা নতুন সিডিউল হবে ২৩, ২৬ , ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ। ‘ই’ গ্রুপে আছে তিন দেশের ৪ দল। বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। সব ম্যাচই হবে সেন্ট্রাল ভেন্যুতে এ সিদ্ধান্ত আগেই নিয়েছিল এএফসি।

বসুন্ধরা কিংসের বাকি ৫টি ম্যাচ ২৩ অক্টোবর মাজিয়ার বিরুদ্ধে, ২৬ অক্টোবর চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে, ২৯ অক্টোবর চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে, ১ নভেম্বর টিসি স্পোর্টসের বিরুদ্ধে এবং ৪ নভেম্বর মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে।

বসুন্ধরা কিংস নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ