ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ক্রিকেট বিশ্বে শোকের ছায়া, না ফেরার দেশে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ১৮ ১০:৫৫:২২
ক্রিকেট বিশ্বে শোকের ছায়া, না ফেরার দেশে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক

নির্ভরযোগ্য উইকেটরক্ষক এবং কার্যকরী লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে সাউথ অস্ট্রেলিয়া দলের অন্যতম ভরসা ছিলেন জারমান। কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলে তাকে বেশিরভাগ সময়ই থাকতে হয়েছে ওয়ালি গ্রুটের ছায়ায়। যে কারণে লম্বা সময় থাকতে হয়েছে দলের বাইরে।

১৯৫৯ সালে ২৩ বছর বয়সে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে অভিষেক হয় জারমানের। এরপর প্রায় তিন বছরে ছয়টি সিরিজে ২৭ টেস্টে গ্রুটের রিজার্ভ কিপার হিসেবেই থাকতে হয়েছে জারমানকে। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পান দ্বিতীয় ম্যাচ খেলার। তবে তখনও তিনি জাতীয় দলে নিয়মিত হতে পারেননি।

ভারতের বিপক্ষেই ১৯৬৭-৬৮ সালের সিরিজ থেকে নিয়মিত খেলার সুযোগ মেলে তার। কিন্তু ততদিনে বয়স হয়ে যায় ৩১ এবং তার সঙ্গে টেক্কা দেয়ার জন্য চলে আসেন নিউ সাউথ ওয়েলসের ব্রায়ান টেবার। ১৯৬৯ সালেই নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেন জারমান।

মাত্র ১৯ টেস্টের সংক্ষিপ্ত ক্যারিয়ারেই নিজ দেশকে নেতৃত্ব দেয়ার সম্মানটাও পেয়ে যান ব্যারি জারমান। ১৯৬৮ সালের অ্যাশেজে হেডিংলি টেস্টের আগে হঠাৎ ইনজুরিতে পড়েন নিয়মত অধিনায়ক বিল লরি। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন জারমান এবং ড্র হয় সেই ম্যাচটি।

পরের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ ও ১৯তম টেস্টটি খেলেন জারমান। সে বছরই মৌসুম শেষে গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৪৩১ ক্যাচ ও ১২৯ স্ট্যাম্পিং করেছেন জারমান। পরে ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত ২৫ টেস্ট ও ২৮ ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ