রোববার থেকে অনুশীলন করবেন ৯ টাইগার ক্রিকেটার

এবার সত্যিই অনুশীলন শুরু হচ্ছে। শেষ খবর, আগামী ১৯ জুলাই রোববার থেকে দেশের চার টেস্ট ভেন্যু-ঢাকার শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ের প্র্যাকটিস।
এ পর্বে ক্রিকেটাররা শুধু ফিজিক্যাল ট্রেনিং ও জিমওয়ার্ক করতে পারবেন। আজ সন্ধ্যার পরে জাতীয় দলের পরিচর্যা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আকরাম জানান, ‘ভেন্যু ও জিমনেসিয়াম তৈরিই ছিল। আর ক্রিকেটাররাও উৎসাহ দেখিয়েছে। তাই আমরা আগামী রোববার থেকে ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি। মোট ৪ স্টেডিয়ামে ৯ জন জাতীয় পর্যায়ের ক্রিকেটার নিজ উদ্যোগে প্র্যাকটিস করতে রাজি হয়েছেন।’
জানা গেছে, এই ৯ ক্রিকেটারের মধ্যে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহীম, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম অনুশীলন করবেন। এছাড়া খুলনার শেখ আবু নামের স্টেডিয়ামে মেহেদি হাসান মিরাজ, অফস্পিনার কাম মিডল অর্ডার মেহেদি হাসান ও নুরুল হাসান সোহান, সিলেট স্টেডিয়ামে দুই পেসার-খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অফস্পিনার নাঈম হাসান অনুশীলন করবেন।
তবে দেশের শীর্ষ তারকা বিশেষ করে তিন ফরম্যাটের তিন অধিনায়ক-টেস্টের মুুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ রাজধানী ঢাকায় থাকলেও তারা বাসায়ই অনুশীলন করবেন।
এখন পর্যন্ত এ তিনজনের কেউই বিসিবিতে যোগাযোগ করেননি। আর মুমিনুল গতকাল (বৃহস্পতিবার) রাতেই জাগো নিউজকে নিশ্চিত করেছেন, তিনি এখন ঘরের বাইরে কোনোরকম ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন করবেন না। যেহেতু স্কিল ট্রেনিং করা যাবে না। তাই রানিং মেশিনে দৌড়ানো আর জিমের অন্য সামগ্রী দিয়ে ফিটনেস ট্রেনিং বাসাতেই সারবেন। জানা গেছে, তামিম আর রিয়াদও তাই করবেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ